Video: ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে গেল এসইউভি গাড়িতে, ঝলসে মৃত্যু ৪ জনের
Truck-Car collision: ট্রাকের সঙ্গে গাড়ির মর্মান্তিক দুর্ঘটনার জেরে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়েতে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি-সহ ট্রাকটি সরায়। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ।
পুনে: হাইওয়েতে মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি SUV গাড়ির সংঘর্ষের সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গাড়ি দুটিতে। আর সেই আগুনে গাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু হল ৪ জনের। যার মধ্যে ২ নাবালক রয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। একেবারে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়েতে (Mumbai-Bengaluru highway) দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষের পর আগুন লেগে যাওয়ার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পুনে শহরের মুম্বই-বেঙ্গালুরু হাইওয়ে সংলগ্ন স্বামী নারায়ণ মন্দিরের কাছে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় এসইউভি গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় ২ নাবালক-সহ ৪ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ট্রাকের সঙ্গে গাড়ির মর্মান্তিক দুর্ঘটনার জেরে মুম্বই-বেঙ্গালুরু হাইওয়েতে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি-সহ ট্রাকটি সরায়। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে এই দুর্ঘটনার জন্য ট্রাকটি দায়ী বলে মনে হচ্ছে। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
#WATCH | Maharashtra: Four people died after a truck was gutted in a fire on the Pune-Bangalore highway near Swaminarayan Temple in Pune city. Further details awaited. (16.10) pic.twitter.com/9iD4gokiLH
— ANI (@ANI) October 16, 2023