Suvendu-Sukanta in Delhi: রাতে শাহের বাসভবনে হাজির সুকান্ত-শুভেন্দু, বৈঠকের কারণ নিয়ে বাড়ছে জল্পনা
Amit Shah meeting: সোমবারই আরএসএসের সমন্বয় বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু ও সুকান্ত। আর এবার বাংলার সংগঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন অমিত শাহ!
নয়া দিল্লি: ২৪ ঘণ্টা আগেই দিল্লিতে বৈঠক সেরেছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের জরুরি তলব। দিল্লি থেকে ডাক পেয়ে মঙ্গলবার ফের রওনা হন বিজেপির রাজ্য সভাপতি ও বিধানসভার বিরোধী দলনেতা। এদিন ঠিক রাত ১০ টা ৪০ মিনিটে বঙ্গ বিজেপির দুই নেতার গাড়ি প্রবেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে। রাতে কেন এমন জরুরি বৈঠক বসল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন সংক্রান্ত আলোচনা সেরে নিতে চাইছেন শাহ।
সদ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের এখনও বেশ কয়েকমাস বাকি। এখনই বাংলা নিয়ে এমন তৎপরতা কেন, যে এভাবে জরুরি তলব করা হল দুই নেতাকে? রাতেই বসতে হল বৈঠকে? মঙ্গলবার রাতের এই সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে। মঙ্গলবার রাতের বৈঠকে সুকান্ত-শুভেন্দু ছাড়াও উপস্থিত সুনীল বনসল এবং মঙ্গল পান্ডে।
জানা গিয়েছে, সোমবারই আরএসএসের সমন্বয় বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু ও সুকান্ত। আর এবার বাংলার সংগঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন অমিত শাহ। ২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে যে যে জায়গায় ভাল ফল হয়েছিল বিজেপির, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে সে সব জায়গায় কেমন ফলাফল হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। যে যে জায়গায় ফলাফল আশানুরূপ নয়, সেই সব জায়গার সংগঠনে বদল আনা যায় কি না, সে বিষয়েও হতে পারে আলোচনা।
এদিন প্রথমে জম্মু-কাশ্মীর এবং রাজস্থানের বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। এরপর বঙ্গ বিজেপির নেতাদের ডাক পড়ে।