J&K Terror Attack: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে মৃত যুবক, উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ীরা

Srinagar: বুধবার সন্ধে সাতটা নাগাদ শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকার শাল্লা কাদাল অঞ্চলে দুই যুবকের উপরে হামলা করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। একে-৪৭ রাইফেল দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত আরেক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

J&K Terror Attack: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে মৃত যুবক, উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় পরিযায়ীরা
জঙ্গি হামলার পরই এলাকায় কড়া নিরাপত্তা।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 6:58 AM

শ্রীনগর: নতুন বছরে ফের রক্তাক্ত হল উপত্যকা। জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক নিরাপরাধ ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন আরও একজন। বুধবার বিকেলে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে দুই ব্যক্তির উপরে গুলি চালায় জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় পঞ্জাবের বাসিন্দার। গুরুতর আহত হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। হঠাৎ এই জঙ্গি হানার পিছনে কারণ জানা যায়নি। জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে সাতটা নাগাদ শ্রীনগরের শহিদ গুঞ্জ এলাকার শাল্লা কাদাল অঞ্চলে দুই যুবকের উপরে হামলা করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। একে-৪৭ রাইফেল দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত আরেক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মৃত যুবকের নাম অমৃতপাল সিং। পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ছিলেন তিনি। অন্যদিকে গুলিবিদ্ধ যুবকের নাম রোহিত। তিনিও অমৃতসরের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসাবে কাশ্মীরে কাজ করতে এসেছিলেন। তাঁর তলপেটে গুলি লেগেছে। বর্তমানে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গি হামলার খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে উপত্যকায় তুলনামূলকভাবে জঙ্গি হানা কমলেও, ২০২২ ও ২০২৩ সালে বারংবার জঙ্গিদের নিশানা হয়েছে কাশ্মীরী পণ্ডিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা।