Kashmir Attack: সোপিয়ানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড, অন্ধকারে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা, জানাল পুলিশ

Jammu and Kashmir: বিভিন্ন সময়ে কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকাণ্ডের ঘটনায় উপত্যকা জুড়ে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কাশ্মীরি পণ্ডিকে হত্যা করার ঘটনায় কাশ্মীরের পুঞ্চ জেলায় বিজেপি নেতা-কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।

Kashmir Attack: সোপিয়ানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড, অন্ধকারে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা, জানাল পুলিশ
ছবি: পিটিআই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2022 | 12:36 PM

জম্মু: মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়ে বুধবার গোটাদিন সোপিয়ান জেলার কুটপোরায় কর্ডন ও তল্লাশি অভিযান চালিয়েছে। তল্লাশি অভিযান চালানোর সময়, জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গ্রেনেড আক্রমণ চালিয়েছে। পাল্টা গুলিতে জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। যদিও অন্ধকারের ফায়দা নিয়ে জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জঙ্গিদের গোপন ডেরাগুলির হদিশ পেয়েছেন এবং সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রবিবার স্বাধীনতা দিবসের আগে কাশ্মীরের শ্রীনগর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে আহত হয়েছিল এক জঙ্গি। ওই ঘটনায় সরফরাজ আহমেদ নামে এক পুলিশকর্মীরও আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

অন্যদিকে উপত্যকায় সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করার ঘটনায় জড়িত জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার সুনীল কুমার ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়েছিল। গুলিতে সুনীলের ভাই পিন্টু কুমার ভাটও আহত হয়েছিলেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত আদিল ওয়ানির বাড়ি সিল করার প্রক্রিয়া শুরু করেছে কাশ্মীর পুলিশ।

বিভিন্ন সময়ে কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকাণ্ডের ঘটনায় উপত্যকা জুড়ে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। কাশ্মীরি পণ্ডিকে হত্যা করার ঘটনায় কাশ্মীরের পুঞ্চ জেলায় বিজেপি নেতা-কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকাণ্ডের ঘটনায় জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্স প্রধান সজন লোন বলেন, “সোপিয়ানে কাপুরুষ জঙ্গিরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা করি। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি কাশ্মীরি পণ্ডিতদের হত্যার ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন, তাঁর দাবি কাশ্মীরি পণ্ডিতরা এখানে নিরাপদ নয়।