Mamata Banerjee: তৃণমূল শুধু বাংলার নয়, সারা দেশের: মমতা

শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় বৈঠক থেকে মেঘালয়ের মানুষকে নতুন সরকার গড়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষের জন্য একগুচ্ছ কাজ করারও প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: তৃণমূল শুধু বাংলার নয়, সারা দেশের: মমতা
শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 3:29 PM

শিলং:  বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনকে মজবুত করতে মেঘালয় সফরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে দলীয় বৈঠক থেকে মেঘালয়ের মানুষকে নতুন সরকার গড়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষের জন্য একগুচ্ছ কাজ করারও প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য…

  1. জয় হিন্দ, জয় বাংলা, জয় মেঘালয়া…
  2. আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমার জন্য, আমার দলের জন্য, ভালো সরকারের জন্য তৃণমূলকে ভোট দিন।
  3. বিজেপি ভোটে জেতার জন্য টাকা দেবে। আমি টাকা নিতে বারণ করব না। তবে তৃণমূলকে ভোট দিন। আমরা সীমান্ত সমস্যার সমাধান করব।
  4. আমি আপনাদের সংস্কৃতিকে ভালোবাসি। কলকাতা সংস্কৃতির রাজধানী। উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে কলকাতা। এবার দেশের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমরা লড়াই করব।
  5. দয়া করে উন্নয়নের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য, যুবদের ভবিষ্যতের জন্য তৃণমূলকে ভোট দিন।
  6. আমি কেবল ভোটের জন্য এখানে আজ আসিনি। আমি আবার আসব। অভিষেকও আবার আসবে। গোয়ায় আমরা জিততে পারিনি, কিন্তু গোয়াতেও আমরা যাই।
  7. আমরা ক্যা-ক্যা (CAA), এনআরসি-র বিরুদ্ধে।
  8. কলকাতা খুব কাছেই। আপনারা যে কোনও প্রয়োজনে কলকাতা যেতে পারেন। চিকিৎসার সুবিধা নিতে যেতে পারেন।
  9. ওরা বলে, আমি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। হ্যাঁ, এটা আমি গর্বের সঙ্গে বলি। আমি সারা ভারতের। আমি ৭ বার সাংসদ হয়েছি। রেলমন্ত্রী, নারী কল্যাণ মন্ত্রী হিসাবে কাজ করেছি। আপনারা বলতে পারবেন না, আমি বাঙালি বলে এখানে আসতে পারি না।
  10. এখানে কোনও ট্যুরিজম অনুষ্ঠান হয় না। আমরা এটা করব। আমরা প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা দিই, ট্যুরিস্টদের জন্য একটি ঘর করার জন্য। সেখান থেকে উপার্জন হয়। এখানে কিছু হয় না।
  11. বাইরে থেকে কেউ কলকাতায় এলে বলে খুব সুন্দর। আমি এরকম মেঘালয়কেও করতে চাই। ক্ষমতা দখল করার আমার লক্ষ্য নয়। আমি কলকাতা থেকে মেঘালয়কে নিয়ন্ত্রণ করতে চাই না। আমি চাই, কেবল এখানকার মানুষই মেঘালয় পরিচালনা করুক। আপনাদের ভাই হিসাবে অভিষেক সহযোগিতা করবে। আমি এখানে আরও শিল্প করতে চাই, আমাদের রাজ্যে অনেক শিল্পপতি আছে।
  12. তারা আমাকে হেনস্তা করতে চাইছে, আমি রাজনৈতিকভাবে লড়াই করব। কিন্তু, মানুষের সঙ্গে কথা বলে মেঘালয়ের জমি কেন দখল করে নিয়ে গেল? এখানকার মানুষের জন্য কোনও সুরক্ষা নেই। খুন হওয়ার পরেও কেউ গ্রেফতার হয় না।
  13. কেন্দ্র বড়দিনের ছুটি বাতিল করেছে। এটা খুব দুঃখজনক। এটা ইচ্ছাকৃতভাবে করেছে। তবে আমি আমার রাজ্যে ছুটি দিচ্ছি। কারণ এটা বড় উৎসব।
  14. বড়দিনের সময় কলকাতায় এসে দেখুন, আমরা কী ভাবে কলকাতা সাজাই। কী ভাবে বড়দিন পালন করি।
  15. বাংলায় বেকারত্বের হার ৪০ শতাংশ কমেছে এবং দেশে বেকারত্বের হার ৪০ শতাংশ বেড়েছে।
  16. ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার করার কথা ঘোষণা করেছিলাম, ভোটে জেতার পর সেটা করে দিয়েছি। মহিলারা ১ হাজার টাকা করে পায়।
  17. এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য কোনও সুবিধা নেই। আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। এখানে মাত্র ১টি মেডিক্যাল কলেজ হাসপাতাল, আমাদের রাজ্যে ৩৩টি মেডিক্যাল কলেজ হাসপাতাল করেছি।
  18. মেঘালয়ের ছাত্রছাত্রীদের জন্য কিছু করা হয়নি। আমাদের রাজ্যে সরকারি স্কুলে সকলে বিনামূল্যে শিক্ষা পায়। শিক্ষাশ্রী, কন্যাশ্রী রয়েছে।
  19. আমি মেঘালয়ে এসেছি, কারণ মেঘালয়ের মানুষকে ভালবাসি।
  20. আমি বলছি না, উত্তর-পূর্বাঞ্চল মহিলাদের দমনের রাজ্য। কিন্তু মেঘালয়ে মহিলা প্রার্থীদের জন্য কত আসন রয়েছে? প্রত্যেক রাজ্য মহিলা প্রার্থীদের জন্য ৩১ শতাংশ সংরক্ষণ করে। কেবল পশ্চিমবঙ্গ ৩৫ শতাংশ আসন রেখেছে।
  21. এই ৫ বছরে কিছু করেনি। বেকারত্বের সংখ্যা আরও বেড়েছে।
  22. ভোটের ঠিক আগে বিজেপি নেতারা মেঘালয়ে আসবেন এবং অনেক গল্প করবেন। বলবেন, লাভ ইউ, আমরা সব করে দেব….কিন্তু ভোটের আগে এটা কেন নয়?
  23. ৫ জনের মৃত্যু হল। কিন্তু সরকার তাঁদের পরিবারের জন্য কিছু করল না। এরকম আমাদের রাজ্যে (বাংলা) হলে আমরা প্রত্যেক পরিবারের এক সদস্যকে চাকরি দিতাম।
  24. আমরা বহিরাগত নয়। মেঘালয়েরই মানুষ। মেঘালয়ের মানুষের জন্য আমরা লড়াই করব।
  25. বিজেপিকে জিজ্ঞাসা করছি, কেন মেঘালয়কে উপেক্ষা করা হয়? কেন উত্তর-পূর্বাঞ্চলকে উপেক্ষা করা হয়?
  26. আমার মনে হয়, বিজেপির তৃণমূল কংগ্রেসকে হিংসা করার কারণ, ভোটে (বাংলার বিধানসভা) তারা জবাব পেয়েছে। তারা নানাভাবে আমাদের আটকানোর চেষ্টা করেছে। ক্ষমতার অপব্যবহার করেছে কিন্তু আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমাদের পরাজিত করতে পারেনি।
  27. চলুন আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে কথা বলি।
  28. কেন জাতিগতভাবে, ধর্মগতভাবে বিভেদ করা হবে?
  29. মাদার টেরেসা কলকাতা থেকে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনারা কি জিজ্ঞাসা করবেন, তিনি বাংলার কিনা?
  30. নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্লোগান ‘জয় হিন্দ’ গোটা দেশে প্রচলিত। তাহলে কি বলবেন, এটা বাঙালির লেখা?
  31.  রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার মেঘালয়ে এসেছেন। এটা তাঁর প্রিয় জায়গা ছিল। ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, গোটা দেশে গাওয়া হয়।
  32. তৃণমূলকে নতুন দল বলা হয়। কিন্তু কেন তৃণমূল নতুন দল? এটা বাঙালি দল বলে? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গান জাতীয় সঙ্গীত কেন? তিনিও তো বাংলার লোক।
  33. সকলকে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানাই। মেঘালয়ের প্রতিটি ঘরে নতুন সূর্যোদয় হোক।
  34. নেতাদের ধৈর্য্য ধরতে হয়। মানুষের মন জয় করতে ধৈর্য্যশক্তি প্রধান পথ।
  35. ব্লক স্তরের নেতা-কর্মী, ভলান্টিয়ার ছাড়া এই দল গঠন সম্ভব নয়।
  36. তৃণমূল একেবারে তৃণমূল স্তরের দল।
  37. তৃণমূল কংগ্রেস কেবল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নয়, এটা সারা ভারতের তৃণমূল কংগ্রেস।
  38. দল গঠনের দুই মাসের মধ্যেই আমরা সংসদের নির্বাচনে লড়েছি। প্রথমবার আমাদের ৭ জন সাংসদ ছিল। এখন ৩৬ জন সাংসদ।