TMC-Congress: কমছে দূরত্ব, খাড়্গের ডাকা নৈশভোজেও তৃণমূল; বয়কট উদ্ধব সেনার
TMC to join Mallikarjun Khaqrge's dinner: সংসদে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেওয়ার পর, সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী নেতাদের নৈশভোজেও যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
নয়া দিল্লি: সোমবার সকালে সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেওয়ার পর, সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে বিরোধী নেতাদের নৈশভোজেও যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় খাড়্গের বাসভবনে বৈঠকে বসবেন বিরোধী দলগুলোর নেতারা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়া এবং আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে কীভাবে একযোগে এগোবে বিরোধীরা, সেই কৌশল ঠিক করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এক ডজনের বেশি দলের নেতাদের বৈঠকে ডাকা হয়েছে। বৈঠক শেষে হবে নৈশভোজ। সূত্রের খবর, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায় এবং জহর সরকার এই বৈঠক ও নৈশভোজে যোগ দেবেন। এদিন সকালে সংসদে যে বিরোধীদের দলগুলির যে বৈঠক হয়, সেখানেও তৃণমূলের এই দুই সাংসদই যোগ দিয়েছিলেন।
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার আগে পর্যন্ত অবশ্য কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখেই চলছিল তৃণমূল কংগ্রেস। গোটা বাজেট অধিবেশনে একাল চলো নীতি নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনের একটিতেও যোগ দেয়নি তারা। আদানি-হিন্ডেনার্গ ইস্যুতেও গান্ধী মূর্তির পাদদেশে একা-একাই প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। রবিবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষও বলেছিলেন, “গান্ধী পরিবারের গায়ে হাত লাগলেই কংগ্রেসের জোটের কথা মনে পড়ে। তারা রাজ্যে সিপিআইএম-এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপির দালালি করে, আবার কেন্দ্রে গিয়ে বিজেপির বিরোধিতা করে। তারা সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে।” এদিন, অবশ্য কংগ্রেসের ডাকা সকাল ও সন্ধ্যার দুই কর্মসূচিতেই যোগ দিয়ে অন্যরকম বার্তা দিতে চাইল তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও, তৃণমূলের কোনও প্রথম সারির নেতা এই নৈশভোজে যোগ দিচ্ছেন না।
একদিকে তৃণমূল কংগ্রেস যখন কংগ্রেসের সঙ্গে দূরত্ব ঘুঁচিয়ে এক মঞ্চে আসার ইঙ্গিত দিচ্ছে, একই সময়ে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এই বৈঠক ও নৈশভোজ বয়কট করছে। সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, ভিডি সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যে তাঁদের দল অসন্তুষ্ট। ওই মন্তব্যের প্রতিবাদেই নৈশভোজে যোগ দেবে না তারা। রবিবারই, সাভারকরকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার বিষয়ে রাহুল গান্ধীকে সতর্ক করেছিলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মালেগাঁওয়ে এক জনসভায় তিনি জানান, শিবসেনার সাভারকরকে ঈশ্বর বলে মনে করে। তাঁর কোনও অপমান তারা মানবে না। উদ্ধব ঠাকরে আরও বলেন, বিরোধীদের এখন মূল লক্ষ্য হওয়া উটিত ভারতের গণতন্ত্র রক্ষার্থে ঐক্যবদ্ধ লড়াই। বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করে নিজেদের মধ্যে ফাটল না বাড়ানো নিয়ে রাহুল গান্ধীকে সতর্ক করেন তিনি।
এদিন সকালে, আদানি ইস্যু এবং রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিষয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ভারত রাষ্ট্রীয় সমিতি, সমাজবাদী পার্টি-সহ বেশ কয়েকটি বিরোধী দলের সাংসদরা, সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত একটি পদযাত্রা করেন। কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী এবং সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ বিক্ষোভকারীরা কালো পোশাক পরে সংসদ চত্বরে গান্ধী মূর্তির কাছে জড়ো হয়ে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। খাড়্গে বলেন, “রাহুল গান্ধীর মানহানি করার জন্যই মামলাটি গুজরাট কোর্টে পাঠানো হয়েছিল। যদিও রাহুল মন্তব্যটি করেছিলেন কর্নাটকের কোলারে। আজ গণতন্ত্রের জন্য এক কালো দিন।”