ভিডিয়ো: মধ্য প্রদেশে অবতরণের সময় হঠাৎ ভেঙে পড়ল বিমান
২০২০ সালের জানুয়ারি মাসেও এই প্রশিক্ষণ সংস্থার একটি বিমান ভেঙে পড়েছিল।
ভোপাল: অবতরণের সময় হঠাৎ ভেঙে পড়ল বিমান। মধ্য প্রদেশের (Madhya Pradesh) সাগর জেলার ভেঙে পড়া ওই বিমানটিতে ২ জন ছিলেন। তাঁরা নিরাপদ আছেন বলেই জানা গিয়েছে। শনিবার বিকেলে রানওয়েতে নামার সময়েই এই দুর্ঘটনা ঘটে। চিমস অ্যাভিয়েশন অ্যাকাডেমির প্রশিক্ষণের জন্য আকাশে উড়েছিল ওই বিমান। সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন একজন মহিলা পাইলট।
#WATCH | Madhya Pradesh: A Cessna aircraft strayed off the runway at around 3 pm at Chimes Aviation Academy situated in the Dhana area of Sagar pic.twitter.com/vAQcBZZkSs
— ANI (@ANI) July 17, 2021
বিমানটি ভেঙে পড়ার পর টুইটে বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লিখেছেন, “সবে মাত্র সেসনা বিমানটির ভেঙে পড়ার খবর পেয়েছি। যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি সুস্থ আছেন। দ্রুত তদন্তকারী দল সেখানে পৌঁছচ্ছে।” এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসেও এই প্রশিক্ষণ সংস্থার একটি বিমান ভেঙে পড়েছিল। এর আগে ২০০৯ সালেও প্রশিক্ষণরত বিমান ভেঙে পড়েছিল।
Just got the news of a crash of a Cessna aircraft (solo flight) that belonged to the Chimes Aviation Academy in Sagar, MP. Fortunately, the trainee is safe. We are rushing an investigation team to the site.
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) July 17, 2021
চিমস অ্যাভিয়েশন অ্যাকাডেমির স্থানীয় আধিকারিক রাহুল শর্মা জানিয়েছেন, যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন তাঁর বয়স ২২। তিনি একেবারে সুস্থ আছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিকেল ৩টে নাগাদ ভেঙে পড়েছিল ওই বিমান। সেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমান মন্ত্রী হওয়ার পর এটাই প্রথম বিমান ভেঙে পড়ার ঘটনা। তাই বাড়তি সতর্কতা দিয়ে সে বিষয় দেখছেন সিন্ধিয়া। আরও পড়ুন:মুম্বই বিমানবন্দরে বোমাতঙ্ক, চলল তল্লাশি, তারপর…