Transgender: রূপান্তরকামীদের জন্য নার্সিং কোর্সে আসন সংরক্ষণ করার ঘোষণা সরকারের

Nursing course: এবার থেকে বিএসসি নার্সিং এবং জেনারেল নার্সিং কোর্সে প্রতিটি কলেজে একটি করে আসন সংরক্ষিত থাকবে। এটা রাজ্যের ইতিহাসে নতুন ইতিহাস গড়ল।

Transgender: রূপান্তরকামীদের জন্য নার্সিং কোর্সে আসন সংরক্ষণ করার ঘোষণা সরকারের
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 1:34 AM

তিরুবনন্তপুরম: রূপান্তরকামীরাও (Transgender) সমাজের একটি অংশ। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তৎপর কেন্দ্র থেকে প্রতিটি রাজ্যের সরকার। তাই এবার রূপান্তরকামীদের জন্য বড় পদক্ষেপ করল কেরলের পিনারাই বিজয়নের সরকার। রূপান্তরকামীদের জন্য নার্সিং কোর্সে রাজ্যে আসন সংরক্ষণ করার কথা ঘোষণা করল কেরল সরকার (Kerala Government)। আর পিনারাই সরকারের এই পদক্ষেপের মাধ্যমে কেরলে নতুন ইতিহাসের সূচনা হল।

রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষণের কথা জানিয়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানান, এবার থেকে বিএসসি নার্সিং এবং জেনারেল নার্সিং কোর্সে প্রতিটি কলেজে একটি করে আসন সংরক্ষিত থাকবে। এটা রাজ্যের ইতিহাসে নতুন ইতিহাস গড়ল জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “নার্সিংয়ের ক্ষেত্রে রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষণের ঘটনা রাজ্যের ইতিহাসে প্রথম।” পিছিয়ে পড়া শ্রেণিদের তুলে আনতেই সরকার নার্সিংয়ে আসন সংরক্ষণের বিশেষ পদক্ষেপ করল বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। এর ফলে রূপান্তরকামীরা সমাজের মূল স্রোতে উঠে আসতে পারবে বলে আশাবাদী তিনি।

প্রসঙ্গত, গত বছরই কর্নাটক সরকার রূপান্তরকামীদের জন্য বিশেষ পদক্ষেপ করেছে। কর্নাটক পুলিশে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের পুরুষদের জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছে কর্নাটক সরকার। মূলত, কনস্টেবল পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছিল কর্নাটক সরকার।

বর্তমানে সমাজ ব্যবস্থা আধুনিক হলেও এখনও প্রায় অচ্ছুতের তালিকায় রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষেরা। অনেক জায়গায় তারা স্কুল-কলেজে পড়াশোনা করারও সুযোগ পায় না। আর চাকরি ক্ষেত্রে তো তাদের সুযোগ পাওয়া বিশাল ব্যাপার। ফলে আজও সমাজে অনেকটা পিছিয়ে রয়েছে রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সমাজকর্মীরা।