‘শাহি বৈঠকে’র আগেই বড় ঘোষণা বিপ্লব দেবের, মহাকাশ চর্চার কাজেও অংশীদার হবে ত্রিপুরা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, পর্যটনের সঙ্গে জিও স্পেশাল টেকনোলজিরও সম্পর্ক রয়েছে। এই প্রযুক্তিকে ব্যবহার করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা যায়।

'শাহি বৈঠকে'র আগেই বড় ঘোষণা বিপ্লব দেবের, মহাকাশ চর্চার কাজেও অংশীদার হবে ত্রিপুরা
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 7:20 PM

আগরতলা: উত্তর পূর্ব ভারতের মহাকাশ চর্চা কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে ২১ টি প্রকল্পে কাজ শুরু করতে চলেছে ত্রিপুরা সরকার। শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb) নিজেই এই ঘোষণা করেন।

শনিবারই উত্তর-পূর্ব ভারতে দু’দিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সেই কারণেই শনিবারই মেঘালয়ের শিলংয়ে পৌঁছেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানেই শনিবার নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে (North East Space Application Center) একটি বৈঠকে যোগ দিয়ে বিপ্লব দেব বলেন, “ভারতের উত্তর-পূর্ব অংশ প্রাকৃতিক সৌন্দর্য্য, বিভিন্ন গাছ, প্রাণী ও ঐতিহ্যবাহী সংস্কৃতিতে ভরপুর। এই সমস্ত সুযোগ সুবিধাগুলির জন্যই এই অঞ্চলে পর্যটন শিল্পে দারুণ উন্নতির সম্ভাবনা রয়েছে।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, পর্যটনের সঙ্গে জিও স্পেশাল টেকনোলজিরও সম্পর্ক রয়েছে। এই প্রযুক্তিকে ব্যবহার করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা যায়। মহাকাশ প্রযুক্তির একাধিক ব্যবহার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে বন্যার সময় বা বাঁধ নির্মাণের সময়ও এই প্রযুক্তির ব্যবহার করা হয়। একইসঙ্গে মাটির নীচের জল, পলি গঠন নিয়ে গবেষণার কাজেও ব্যবহৃত হয় এই প্রযুক্তি।”

বিপ্লব দেব জানান, ত্রিপুরা সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অ্যাকশন প্ল্যান তৈরি করে নিয়েছে এবং এনইএসএসি-র সঙ্গে মোট ২১ টি প্রকল্পে কাজ করা হবে। এর মধ্যে কৃষিজমির ম্যাপিং অন্যতম। আরও পড়ুন: ভিডিয়ো: পাহাড় থেকে নেমে আসছে বড় বড় পাথর, আছড়ে পড়তেই ভেঙে গেল ব্রিজ, মৃত ৯ পর্যটক