উদ্ধার স্কুল পড়ুয়ার লাশ, ভোট বয়কটের ডাক অ্যাসোসিয়েশনের
একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক পুরুষের সঙ্গে ওই স্থানে ঢুকেছিলেন ওই যুবতী।
কাঞ্চনপুর: উত্তর ত্রিপুরার (North Tripura) কাঞ্চনপুর থেকে উদ্ধার হল এক যুবতীর লাশ। ঘটনার তীব্র প্রতিবাদ করে এডিসি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন। স্থানীয়দের সন্দেহ, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কাঞ্চনপুরের সাব-ডিভিসন বন দফতরের সেন্ট্রাল নার্সারি থেকে যুবতীর লাশ উদ্ধারের পর এলাকায় বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক পুরুষের সঙ্গে ওই স্থানে ঢুকেছিলেন ওই যুবতী। যদিও ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলেই জানিয়েছেন উত্তর ত্রিপুরা পুলিশের অতিরিক্ত সুপারইন্টিন্ডেন্ট। ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন নামে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে যদি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা না পড়ে তাহলে তারা ভোট বয়কট করবে।
জানা গিয়েছে, ওই যুবতীর বয়স ১৯। তিনি কাঞ্চনপুরের রবীন্দ্রনগর হাইস্কুলে পড়াশোনা করতেন। মূল্যরাম পাড়ার বাসিন্দা ওই যুবতী কাঞ্চনপুরের গার্লস’ হোস্টেলে থাকতেন বলেই জানা গিয়েছে। ৬ এপ্রিল থেকে ত্রিপুরা ট্রাইবাল অঞ্চলের স্বশাসিত জেলা কাউন্সিলের নির্বাচন। সেই আবহে এই ঘটনায় ব্যাপক সমালোচনার পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: ফের রাফালে বিতর্ক, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি কংগ্রেসের, পাল্টা বিজেপিরও