Tripura By-Poll : ত্রিপুরায় সেমিফাইনালের জন্য প্রস্তুত তৃণমূল, তালিকায় দুই মহিলা প্রার্থী
Tripura By-Poll : আগামী ২৩ জুন ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বচনের লক্ষ্যেই মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দুটি আসনেই প্রার্থী করা হয়েছে মহিলা প্রতিনিধিকে।
আগরতলা : গত বছরের পুরসভা নির্বাচনের পর ফের ২২ এ ত্রিপুরায় নির্বাচনের মুখোমুখি হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২৩ সালে রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের জমি পরখ করে নেওয়ার এটাই সুযোগ। ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এদিন চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের তরফে। এর মধ্যে দু’জন মহিলা প্রার্থী রয়েছে।
ত্রিপুরার যুবরাজনগর, সুরমা, টাউন বড়দোয়ালি ও আগরতলা বিধানসভাকেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার জন্যই চারজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যুবরাজনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মৃণালকান্তি দেবনাথ, সুরমা থেকে অর্জুন নমশূদ্রকে প্রার্থী করা হয়েছে। আর বড়দোয়ালিতে প্রার্থী হয়েছেন সংহিতা বন্দ্যোপাধ্যায় ও আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পান্না দেব। ২৩ এর নি্র্বাচনের আগে এই চার কেন্দ্রে উপনির্বাচন নিঃসন্দেহে তৃণমূলের নিজেদের জায়গা তৈরি করার বড় সুযোগ। ত্রিপুরাবাসীর মনে তারা কতটা জায়গা করে নিতে পেরেছে তা জানা উপনির্বাচনের ফলাফলেই।
উল্লেখ্য, গত বছর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে হিংসার ছবি দেখা গিয়েছিল। বাইক বাহিনীর অত্যাচারের একাধিক অভিযোগ করা হয়েছিল তৃণমূলের তরফে। সেই থেকেই রাজ্য়ে হাড্ডাহাড্ডি লড়াই শাসক ও বিরোধী দলের মধ্য়ে। রাজ্যে উপ-নির্বাচনে পুনরায় যাতে অশান্তি না হয় তার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার (CEO) কিরণ দিনকারাও নিশ্চিত করেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই উপ নির্বাচন বিজেপির জন্যও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী বদলের পর এই প্রথম কোনও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজের জায়গা গুছিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও।