Tripura BJP: ‘ওঁকে দেখে আমি লজ্জিত,’ মাথা মুড়িয়ে তৃণমূলে যোগ দিতে চাওয়া বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ সুদীপের

BJP MLA Sudip Roy Burman on Ashish Das: "আজ কলকাতার এক বিধায়কের নির্বোধ, অর্থহীন এবং অনৈতিক মনোভাব দেখে আমি লজ্জিত। এটা কেবল তাঁর নিজের পাগলামো নয়, ত্রিপুরার বদনাম হল ভিন রাজ্যে।''

Tripura BJP: 'ওঁকে দেখে আমি লজ্জিত,' মাথা মুড়িয়ে তৃণমূলে যোগ দিতে চাওয়া বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ সুদীপের
আশিস দাস সুদীপ রায় বর্মন শিবিরের বলেই পরিচিত। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2021 | 9:48 PM

আগরতলা: ‘আজ কলকাতার আমাদের এক বিধায়কের নির্বোধ, অর্থহীন এবং অনৈতিক মনোভাব দেখে আমি লজ্জিত।’ মঙ্গলবার ত্রিপুরার বিজেপি বিধায়ক (BJP MLA) আশিস দাসের (Ashish Das) মাথা মুড়িয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনার মধ্যে এমনই মন্তব্য করলেন দলের আরেক বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman)। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত সুদীপ রায় বর্মন সদলবলে যখন তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে, তখন তাঁরই ঘনিষ্ঠ নেতা আশিস বাবুর কাণ্ডে তিনি ‘লজ্জিত’ এমনকি ত্রিপুরা রাজ্যের মাথা হেঁট হয়ে গেল বলে মন্তব্য করলেন তিনি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মঙ্গলবার কালীঘাটে পুজো দিয়ে মাথা ন্যাড়া হয়ে আদি গঙ্গায় ডুব দিয়ে ত্রিপুরার সুরমার (Surama) বিজেপি বিধায়ক আশিস দাস তিনি ‘প্রায়শ্চিত্ত’ করলেন। মহালয়ার দিন, তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আশিসকে তীব্র কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মন। তাঁর প্রতিক্রিয়া, “আজ কলকাতার এক বিধায়কের নির্বোধ, অর্থহীন এবং অনৈতিক মনোভাব দেখে আমি লজ্জিত। এটা কেবল তাঁর নিজের পাগলামো নয়, ত্রিপুরার বদনাম হল ভিন রাজ্যে।” একই সঙ্গে তাঁর সংযুক্তি, ‘জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার আরও ভাল উপায় থাকতে পারত।’

উল্লেখ্য, বাংলায় একুশের ভোটে বিজেপিকে হারিয়ে পর ত্রিপুরায় সাম্রাজ্য বিস্তারে জোর দিয়েছে তৃণমূল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজনৈতিক ক্রিয়াকলাপে বাধা দিচ্ছে বিপ্লব দেবের প্রশাসন বলে বারবার যখন অভিযোগ উঠেছে, বিপ্লব দেব সরকারের বিরুদ্ধ গোষ্ঠীর বিধায়করা ফুঁসছেন। যার মধ্যে অন্যতম সুদীপ রায় বর্মন। ত্রিপুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলে তিনি এও বলেছেন বিপ্লব সরকারের বিরুদ্ধাচারণ করবে ত্রিপুরার মানুষই। এবাবেই প্রকাশ্যে তিনি যেভাবে বিপ্লব দেব সরকারের নিন্দা করছেন, তাতে অস্বস্তি বেড়েছে বিজেপির।

তার মধ্যেই সুদীপ রায় ও তাঁর অনুগামীদের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তৃণমূলের তরফে কুণাল ঘোষরা দাবি করেছেন, এই মুহূর্তে ত্রিপুরায় বিপ্লব দেব বিরোধী এত সংখ্যক বিজেপি নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন যে, ইচ্ছা করলেই বিপ্লব দেবের সরকার তাঁরা ফেলে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু তাঁরা তা করবেন না। ত্রিপুরার মানুষের সমর্থন নিয়ে গণতান্ত্রিক উপায়ে সে রাজ্যের মসনদ অধিকার করবেন বলে দাবি করেন তিনি। আর এই প্রেক্ষিতে যে বিজেপি নেতার সঙ্গে তৃণমূলের যোগ সবচেয়ে বেশি বলে জল্পনা তৈরি হয়েছে, তিনি সুদীপ রায় বর্মন।

কিন্তু সেই সুদীপ রায়ের গলায় অন্যরকম সুর। ত্রিপুরার প্রথম বিজেপি বিধায়ক হিসাবে আশিস দাসের তৃণমূলে যোগ দেওয়ার জোর জল্পনার মধ্যে তীব্র সমালোচনা করে কি দলকে কোনও বার্তা দিলেন তিনি? ওয়াকিবহাল মহলের একাংশ অবশ্য এও বলছে, বিজেপি বিধায়কের দল ছাড়ার বিষয়ে তিনি বিরোধিতা করছেন না। তিনি আসলে আশিসবাবুর এই মাথা ন্যাড়া হয়ে গঙ্গায় ডুব দেওয়ার কাণ্ডকে বাহুল্য বলে মনে করছেন। তাই এভাবে কড়া প্রতিক্রিয়া দিলেন।

আরও পড়ুন: Tripura BJP MLA: দেবীপক্ষের শুরুতে যোগ দেবেন তৃণমূলে, মাথা ন্যাড়া হয়ে আদি গঙ্গায় ডুব ত্রিপুরার বিজেপি বিধায়কের