AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exit Poll 2024-Gujrat: মোদী-শাহের গড় গুজরাটে কি এবার খাতা খুলতে পারবে কংগ্রেস?

Exit Poll 2024-Gujrat: ২০১৪ সালেও ২৬টির মধ্যে ২৬টি আসনই পেয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৫৯.১০ শতাংশ, কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৩২.৯০ শতাংশ। অর্থাৎ ২০১৪-র থেকে ২০১৯-এ ভোট শতাংশ আরও বাড়ে বিজেপির।

Exit Poll 2024-Gujrat: মোদী-শাহের গড় গুজরাটে কি এবার খাতা খুলতে পারবে কংগ্রেস?
গুজরাটে কেমন হবে ফলাফল?Image Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jun 01, 2024 | 8:26 PM
Share

গুজরাট: ১৯৯৫ সাল থেকে বিজেপি ছাড়া অন্য কোনও দল গুজরাটে ক্ষমতায় আসেনি। বারবার খারাপ ফল হয়েছে কংগ্রেসের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যেই বাসিন্দা। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও একসময় দায়িত্ব পালন করেছেন মোদী। তাই সেই গুজরাটে আসন ধরে রাখাটাই চ্যালেঞ্জ বিজেপির কাছে। ২০২৪-এও কি সবকটি আসন ধরে রাখতে পারবে বিজেপি? TV9, ‘পোলস্ট্যাট’ ও ‘পিপলস ইনসাইটে’র সমীক্ষায় উঠে এল সেই রিপোর্ট।

**বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

গুজরাটে মোট লোকসভার আসন সংখ্যা ২৬। ২০১৯-এ ২৬টি আসনই জিতেছিল বিজেপি। বিজেপির ভোট-প্রাপ্তি ছিল ৬২.২১ শতাংশ, কংগ্রেসের ভোট শতাংশ ছিল ৩২.১১।

২০১৪ সালেও ২৬টির মধ্যে ২৬টি আসনই পেয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৫৯.১০ শতাংশ, কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৩২.৯০ শতাংশ। অর্থাৎ ২০১৪-র থেকে ২০১৯-এ ভোট শতাংশ আরও বাড়ে বিজেপির।

TV9 নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০২৪-এও কোনও ব্যতিক্রম হবে না। অর্থাৎ আবারও ১০০-য় ১০০ পাওয়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। কংগ্রেস বা আপ-কেউই সেখানে কোনও খাত খুলতে পারবে না।

উল্লেখ্য, ২০২২-এর বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে মাত্র ১৭টি আসন পায় কংগ্রেস, যা কংগ্রেস শিবিরের কাছে একটা বড় ধাক্কা। অন্যদিকে, এই রাজ্যে মোদী-শাহের মুখরক্ষার লড়াই। একটাও আসন যাতে হাতছাড়া না হয়, তার জন্য মরিয়া বিজেপি। অমিত শাহ এই রাজ্য থেকেই ভোটে লড়েন।