Road to Safety Summit: ‘টিভি৯ নেটওয়ার্ক রোড টু সেফটি সামিট’-এ নাগরিকদের পথ সুরক্ষা নিয়ে সচেতন করবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী

Road to Safety Summit: দায়িত্ববান নাগরিক হিসাবে গাড়ি ও বাইকচালকদের কী কী সুরক্ষাবিধি অনুসরণ করে চলা উচিত, তাই-ই তুলে ধরা হবে এই সম্মেলনে। 

Road to Safety Summit: 'টিভি৯ নেটওয়ার্ক রোড টু সেফটি সামিট'-এ নাগরিকদের পথ সুরক্ষা নিয়ে সচেতন করবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 12:04 PM

নয়া দিল্লি: বর্তমানের দ্রুততার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল পথসুরক্ষা (Road Safety)। টিভি৯ নেটওয়ার্কের (TV9 Network) তরফে এবার আয়োজন করা হল এমনই এক সম্মেলনের, যেখানে পথ সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে। আগামী সোমবার, ১৯ ডিসেম্বর নয়া দিল্লিতে আয়োজন করা হয়েছে ‘টিভি৯ নেটওয়ার্ক রোড টু সেফটি সামিটে’র (TV9 Network Road to Safety Summit)।  এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী (Nitin Gadkari)।

দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক, টিভি ৯ নেটওয়ার্ক সড়ক পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মিলিতভাবে কাজ করছে একাধিক সামাজিক উদ্যোগ নিয়ে, যেমন সুরক্ষা বন্ধন ও হাইওয়ে হিরো এবং লিডারস অব রোড ট্রান্সপোর্ট অ্যাওয়ার্ড সিরিজ।  সড়ক পরিবহণের উপরে আরও জোর দিতে এবার টিভি৯ নেটওয়ার্কের তরফে সড়ক সুরক্ষা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হল।

টিভি৯ নেটওয়ার্কের ডিজিটাল ও ব্রডকাস্টের চিফ গ্রোথ অফিসার রক্তিম দাস বলেন, “সাধারণ মানুষকে প্রভাবিত করে, এমন ইস্যুকে বরাবরই তুলে ধরেছে টিভি৯ নেটওয়ার্ক। একদিকে যেখানে সরকার আমাদের সড়কগুলি যাতে সুরক্ষিত থাকে, তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, তেমনই দায়িত্ববান সংবাদমাধ্যম হিসাবে আমাদের দায়িত্ব হল জনগণকে সতর্ক করা। কন্টিনেন্টাল টায়ারের তরফে আয়োজিত দ্য রোড টু সেফটি সামিট, এমনই একটি উদ্যোগ। পথসুরক্ষা যাতে সকলের ডিএনএ-তে মিশে যায়, তাই-ই আমাদের উদ্দেশ্য।”

দায়িত্ববান নাগরিক হিসাবে গাড়ি ও বাইক চালকদের কী কী সুরক্ষাবিধি অনুসরণ করে চলা উচিত, তাই-ই তুলে ধরা হবে এই সম্মেলনে।  কন্টিনেন্টাল টায়ারস ইন্ডিয়ার সেন্ট্রাল রিজিওনের প্রধান সমীর গুপ্ত বলেন, “বছরের পর বছর ধরে আমরা সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে উদ্ভাবন এনেছি। গত বছরই আমরা ১৫০ বছর উদযাপন করেছি। আমাদের ভিশন জিরো, যেখানে দুর্ঘটনা, মৃত্যু ওআহতের সংখ্যা শূন্য হবে, তার লক্ষ্যে টায়ারে প্রযুক্তির ব্যবহার অন্যতম বড় পদক্ষেপ। পথ সুরক্ষা নিয়ে আমাদের সংকল্পেরই একটি অংশ হল এই সম্মেলন।”

এই সম্মেলনে সড়ক ও পরিবহণ ক্ষেত্রের বিশিষ্ট ব্য়ক্তিদের নিয়ে প্যানেল আলোচনা হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন মারুতি সজুকির সিনিয়র এগজেকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব, ট্রান্সপোর্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিনীত আগরওয়াল, ইন্সটিটিউট অব রোড সেফটি এডুকেশনের প্রেসিডেন্ট রোহিত বালুজা, সাংসদ ও অভিনেতা রবি কিষাণ শুক্লা, দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার সুবিন্দর সিং যাদব ও ওটিটি অভিনেতা অভিলাষ থাপলিয়াল সহ প্রমুখ ব্য়ক্তিত্ব।

এই সম্মেলনে পথ সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা, যেমন হেলমেট ম্যান অব ইন্ডিয়া রাঘবেন্দ্র কুমার, মনোজ ওয়াধওয়া, যিনি বিভিন্ন সড়কের গর্ত ভর্তি করার উদ্যোগ নিয়েছেন, গাজিয়াবাদের ট্রাফিক হিরোইন ডরিস ফ্রান্সিসের মতো ব্যক্তিত্বদের সম্মান প্রদান করবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী।