Asaduddin Owaisi: ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না’, ইন্ডিয়া জোটে আমন্ত্রণ পেলে কি যাবেন ওয়েইসি?

WITT Satta Sanmelan: 'সত্তা সম্মেলন'-এ লোকসভা নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোট কী ভাবছে এবং ইন্ডিয়া জোটে যোগ দিতে চান কি না, এই প্রশ্নের জবাবে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, "কাল্পনিক প্রশ্নের উত্তর আমি বর্তমানে দাঁড়িয়ে কী করে দিতে পারি। আমি জানি না, ওরা তো প্রকাশ্যে বলেছে যে আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।"

Asaduddin Owaisi: 'প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না', ইন্ডিয়া জোটে আমন্ত্রণ পেলে কি যাবেন ওয়েইসি?
আসাদউদ্দিন ওয়েইসি।Image Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 7:03 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনে বিজেপিকে গদিচ্যুত করতেই একজোট হয়েছে বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই ইন্ডিয়া জোটে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ একাধিক বিরোধী দল থাকলেও, সামিল হয়নি আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট আমন্ত্রণ জানালে তিনি কি যাবেন?  TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-এর ‘সত্তা সম্মেলন’-এ এ দিন হায়দরাবাদের সাংসদ বলেন, “ইন্ডিয়া জোটের সদস্যরা আমায় খুব গালমন্দ করে।”

‘সত্তা সম্মেলন’-এ লোকসভা নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোট কী ভাবছে এবং ইন্ডিয়া জোটে যোগ দিতে চান কি না, এই প্রশ্নের জবাবে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, “কাল্পনিক প্রশ্নের উত্তর আমি বর্তমানে দাঁড়িয়ে কী করে দিতে পারি। আমি জানি না, ওরা তো প্রকাশ্যে বলেছে যে আমাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওরা আমাকে গালমন্দ করে। আমি জানি না ওরা জোটে সামিল হওয়ার আমন্ত্রণ জানাবে কি না।”

জোটে আমন্ত্রণের প্রসঙ্গে ওয়েইসি আরও বলেন, “এটি রাজনীতির বিষয়। আমাদের নজর কেবল দিল্লির দিকে আটকে নেই। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমরাও আমাদের দলের জন্য একই চেষ্টা করছি। সত্যি কথা হল, আমরা গুরুজনদের কঠোর পরিশ্রমের সুফল পেয়েছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। সবাইকে খুব পরিশ্রম করতে হবে। মানুষের মন জয় করতে হবে।”

প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করে নিজে প্রধানমন্ত্রী হতে চান কি না, এই প্রশ্নের জবাবে ওয়েইসি বলেন, “যারা প্রধানমন্ত্রী হতে চান, তাদের এই প্রশ্ন করুন। আমাকে এই প্রশ্ন করবেন না। আমরা চাই না, মোদী তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হন। কিন্তু যাঁরা প্রধানমন্ত্রী হতে চান এবং যাঁরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাঁরা কী করছেন, তাদের জিজ্ঞেস করুন যে মোদীকে গদিচ্যুত করার কী পরিকল্পনা তাদের। দিল্লিতে ক্ষমতায় বসা, আমার স্বপ্ন নয়। এমন স্বপ্ন কখনও দেখি না।”