‘স্বাধীনতা দিবসে JNU-এ হামলা হবে’, ফেসবুকে হুমকি ভিডিয়ো! গ্রেফতার রাজধানীর দুই যুবক

ধৃত বিকাশের বিরুদ্ধে এর আগেও সাইবার ক্রাইমে জড়ানোর অভিযোগ উঠেছিল।

'স্বাধীনতা দিবসে JNU-এ হামলা হবে', ফেসবুকে হুমকি ভিডিয়ো! গ্রেফতার রাজধানীর দুই যুবক
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 8:11 PM

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি (JNU)তে হামলার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল ভিডিয়ো। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এই দু’জনই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বলেছিলেন, রবিবার জেএনইউয়ে হামলা চালাবেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিকাশ শেহরাওয়াত ও রাজা কুমার। দু’জনই উত্তম নগরের বাসিন্দা। ধৃত বিকাশের বিরুদ্ধে এর আগেও সাইবার ক্রাইমে জড়ানোর অভিযোগ উঠেছিল। দিল্লির প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক অলকা লাম্বার উদ্দেশে কটুক্তি ও হুমকি দিয়ে ভিডিয়ো পোস্টের অভিযোগে তাঁকে আগেও গ্রেফতার করা হয়েছিল।

ধৃত বিকাশ পুলিশকে জানিয়েছেন, ২০১৮ সাল থেকে তিনি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত। যদিও এই দাবির আদৌ কোনও সত্যতা রয়েছে কি না তা যাচাই করে দেখছে পুলিশ। পুলিশের দাবি, জেএনইউয়ের সঙ্গে বিকাশের কোনও সম্পর্কই নেই। তিনি কোনও দিনই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি। রাজনীতির সূত্র ধরেও ঢুকেছেন, এমন নয়। অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনে ভিডিয়ো বিকাশ বানিয়েছেন বলেও সন্দেহ পুলিশের। অন্য দিকে রাজা কুমারের ফোন মোবাইল ফোন থেকেই ভিডিয়োটি তৈরি করা হয়েছিল।

ডেপুটি কমিশনার অব পুলিশ (সাউথ ওয়েস্ট) আই প্রতাপ সিং জানান, “রবিবার রাত ১টা ৫১ নাগাদ আমাদের কাছে একটি ফোন কল আসে। বসন্ত কুঞ্জ (নর্থ) পুলিশ স্টেশন থেকে ফোনটি এসেছিল। তারা একটি ভিডিয়ো নিয়ে অভিযোগ জানান। ‘মহাকাল ইয়ুথ ব্রিগেড’ নামে একটি ফেসবুক পেজে ওই ভিডিয়োটি পোস্ট করা হয় বলে জানানো হয়। ওই ভিডিয়োয় দাবি করা হয় জেএনইউয়ে হামলা করা হবে।”

পিসিআরের এই ফোন পাওয়ার পরই সিভিল ড্রেসে জেএনইউয়ের বিভিন্ন গেটে পুলিশ কর্মীরা পৌঁছে যান। এ বিষয়ে একাধিক ফোন কল এসেছিল বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ডিসিপি ই প্রতাপ সিংয়ের কথায়, “একাধিক পড়ুয়াও থানায় এসেছিল। ওরাও অভিযোগ দায়ের করে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (JNUSU)-এর তরফে লিখিত অভিযোগ জমা পড়ে। তারা অভিযোগ তোলে, এ ধরনের ভিডিয়ো হিংসা ছড়াচ্ছে, একতা সম্প্রীতি নষ্ট করছে।” এরপরই একাধিক ধারায় মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় বিকাশ ও রাজাকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের জেরা করা হচ্ছে। আরও পড়ুন: দু’দিন ধরে খাওয়া নেই, কোলের শিশু রাস্তার ধারে প্লাস্টিকে শোওয়ানো! এ এক অন্য যন্ত্রণার আফগানিস্তান