Aadhar Card: এখন হাসপাতালেই তৈরি হবে Aadhar Card, বাংলা ভাষাতেও থাকবে তথ্য

Aadhar Card: UIDAI এর সিইও সৌরভ গর্গের বক্তব্য ভারতে প্রতিদিন প্রায় ২.৫ কোটি শিশুর জন্ম হয়। এই অবস্থায় UIDAI এর পরিকল্পনা রয়েছে  হাসপাতালে জন্মানো শিশুদের ছবি তুলে সঙ্গে সঙ্গেই আধার কার্ড তৈরি করার। এতে বাচ্চার বাবা-মায়ের যথেষ্ট সুবিধা হবে আর তাঁদের সময়ও বাঁচবে।

Aadhar Card: এখন হাসপাতালেই তৈরি হবে Aadhar Card, বাংলা ভাষাতেও থাকবে তথ্য
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 6:03 PM

নয়া দিল্লি: বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথী হয়ে উঠেছে আধার কার্ড। প্রায় সমস্ত কাজেই এখন আধার কার্ড জরুরী হয়ে উঠেছে।এখন হাসপাতালেই নতজাতক বাচ্চাদের আধার কার্ড তৈরির করার সুবিধা দেওয়া নিয়ে ভাবনা চিন্তা করছে UIDAI। এই মুহূর্তে হাসপাতালে সদ্যোজাত শিশুদের আধার কার্ড তৈরির সুবিধা নেই।  নবজাতকদের আধার কার্ড তৈরি করতে হয় হাসপাতালের ডিসচার্জ স্লিপের মাধ্যমে। এর জন্য বাচ্চার বাড়ির লোককেই আধার সেন্টারে যেতে হয়। ইউআইডিএআই পরিকল্পনা করছে যাতে বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গেই তাদের পূর্ণ আধার কার্ড দেওয়া যায়, যেখানে বায়োমেট্রিক তথ্যও থাকবে। এর জন্য হাসপাতালের বার্থ রেজিস্টারের সঙ্গে মিলে হাসপাতালেই এই সুবিধা দেওয়ার ব্যাপারে কাজ করছে তারা। যদি এই পরিষেবা হাসপাতালে শুরু হয় তাহলে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে আর সদ্যোজাত শিশুদের আধার কার্ড সহজেই তৈরি করা যাবে।

ভারতে রোজ জন্মায় ২.৫ কোটি শিশু

UIDAI এর সিইও সৌরভ গর্গের বক্তব্য ভারতে প্রতিদিন প্রায় ২.৫ কোটি শিশুর জন্ম হয়। এই অবস্থায় UIDAI এর পরিকল্পনা রয়েছে  হাসপাতালে জন্মানো শিশুদের ছবি তুলে সঙ্গে সঙ্গেই আধার কার্ড তৈরি করার। এতে বাচ্চার বাবা-মায়ের যথেষ্ট সুবিধা হবে আর তাঁদের সময়ও বাঁচবে। এই পরিকল্পনার জন্য UIDAI বার্থ রেজিস্টারের সঙ্গে মিলে কাজ করবে। তারা এই বিষয়ে কথাবার্তা কথাবার্তা বলছে হাসপাতালগুলির সঙ্গে। দ্রুতই এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রসঙ্গত বর্তমানে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের আধার কার্ডের জন্য বায়োমেট্রিক্সের প্রয়োজন পড়ে না, কিন্তু তাঁদের বয়স যখন পাঁচের বেশি হয়, তখন তাদের বায়োমেট্রিক্স তথ্য আপডেট করা জরুরী হয়ে পড়ে।

আঞ্চলিক ভাষাতেও তৈরি হবে আধার

UIDAI এর সিইও সৌরভ গর্গ জানিয়েছেন যে এখন আঞ্চলিক ভাষাতেও আধার কার্ড তৈরি করা হবে। তিনি বলেন যে, সকলেই জানেন বর্তমানে দেশে আধার কার্ডে হিন্দি আর ইংরেজিতেই তথ্য দেওয়া থাকে। কিন্তু এখন অন্য ভাষাতেও এই তথ্য দেওয়া হবে। দ্রুতই আধার কার্ডে বাংলা, পাঞ্জাবী, তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড়, ওড়িয়া, মারাঠির মতো সমস্ত আঞ্চলিক ভাষায় কার্ডধাকরদের নাম আর অন্য তথ্য দেখা যাবে।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা