Dharmendra Pradhan: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘স্বচ্ছতা হি সেবা’ অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
দিল্লি বিশ্ববিদ্যালয়েও এই স্বচ্ছতার অভিযান হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের গান্ধী ভবনে ‘স্বচ্ছতা হি সেবা’ নিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে গান্ধী জয়ন্তীর আগের দিন অর্থাৎ ১ অক্টোবর দেশ জুড়ে পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। সেই অভিযানে সামিল হয়েছে দেশবাসীর বড় অংশ। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই উদ্যোগে সামিল হয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়েও এই স্বচ্ছতার অভিযান হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের গান্ধী ভবনে ‘স্বচ্ছতা হি সেবা’ নিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
সকাল সাড়ে ৯টা থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান। গান্ধী ভবনের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের অন্দরে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন তিনি। সেই অভিযান সেরে চা খেয়ে তিনি ফিরে গিয়েছেন।
एक साथ, एक प्रयास—स्वच्छ, सुंदर और श्रेष्ठ भारत के लिए।
आइए, साथ मिलकर अपने गांवों-शहरों और आस-पास के सार्वजनिक स्थलों की तस्वीर बदलें। स्वच्छ भारत ही पूज्य बापू को सच्ची श्रद्धांजलि हैं। #SwacchataHiSeva pic.twitter.com/N5H8hOFXVW
— Dharmendra Pradhan (@dpradhanbjp) October 1, 2023
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদস্থ কর্তা ছাড়াও অধ্যাপক, অশিক্ষক কর্মী এবং ছাত্র-ছাত্রীরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বলরাম পানি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের ডিরেক্টররা উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিভিন্ন আধিকারিকরাও ছিলেন সেই অনুষ্ঠানে।