লক্ষ্যমাত্রা এখনও অনেক দূরে, রাজ্যগুলিতেই পড়ে আছে ২.৮৮ কোটি অব্যবহৃত টিকা!
COVID-19 Vaccine Availability: গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, এ বার থেকে করোনা টিকাকরণের জন্য লাগবে না আর কোনও টাকা।
নয়া দিল্লি: সুসংহতভাবে করোনা টিকাকরণ চালাতে বিশেষ নজরদারি রাখছে কেন্দ্র। প্রতি দিন যেমন দৈনিক টিকাকরণের হিসাব দেওয়া হয়, তেমনই প্রতি মাসেই রাজ্যগুলিতে কত টিকা পড়ে রয়েছে, তার হিসাবও দেওয়া হয়। বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে জানানো হল, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও ২.৮৮ কোটিরও বেশি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, এখনও অবধি সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ৪৭.৪৮ কোটিরও বেশি টিকা সরবরাহ করা হয়েছে। আরও ৫৩ লক্ষ ৫ হাজার ২৬০ ডোজ় টিকা পাঠানো হচ্ছে। কেন্দ্রের পাঠানো টিকার মধ্যে ৪৪ কোটি ৭৪ লক্ষ ৯৭ হাজার ২৪০ ডোজ় টিকা এখনও অবধি খরচ হয়েছে। এরমধধ্যে নষ্ট হয়ে যাওয়া টিকার হিসাবও ধরা রয়েছে।
২১ জুন থেকে শুরু হওয়া নতুন ধাপের টিকাকরণ শুরু হয়। আগে চিকিৎসক, স্বাস্থ্য়কর্মী, ষাটোর্ধ্ব ও কো-মর্ডিবিটি যুক্ত ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে কোনও টাকা না লাগলেও সদ্য প্রাপ্তবয়স্কদের টিকাকরণে টাকা লাগত। তবে গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, এ বার থেকে করোনা টিকাকরণের জন্য লাগবে না আর কোনও টাকা।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই লক্ষ্যমাত্রা পূরণে দৈনিত যে পরিমাণ টিকাকরণ প্রয়োজন, তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কেন্দ্র। একাধিক রাজ্যের তরফেও টিকাঘাটতির অভিযোগ তোলা হয়েছে। তবে কেন্দ্রের হিসাব অনুযায়ী, বেসরকারি হাসপাতালগুলি মিলিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও অবধি ২.৮৮ কোটির বেশি অব্য়বহৃত টিকা পড়ে রয়েছে। আরও পড়ুন: বাংলার ৬ জেলা পাচ্ছে নতুন মেডিক্যাল কলেজ, ঘোষণা রাজ্যের, সাহায্য করছে কেন্দ্রও