করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র

ব্রিটেনে করোনা টিকাকরণের প্রথমদিনই কয়েকজনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা যেন করোনা টিকা নেওয়া থেকে বিরত থাকেন।

করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 12:52 PM

নয়া দিল্লি: করোনা টিকা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। নতুন বছরেই হাতে পাওয়া যেতে পারে করোনা টিকা (COVID-19 Vaccine)। তবে চিন্তার কারণ তৈরি করছে পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects)। কেন্দ্রের তরফেও এই আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়নি।

ইতিমধ্যেই ব্রিটেন (Britain) ও আমেরিকা (USA)-এ করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ফাইজার ভ্যাকসিন (Pfizer Vaccine) নেওয়ার পর ব্রিটেনে কয়েকজনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় কিছুটা শঙ্কিত দেশবাসী। ইতিমধ্যেই ব্রিটেন সরকার নির্দেশিকায় জানিয়েছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তারা যেন করোনা টিকা নেওয়া থেকে বিরত থাকেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan)-ও টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি সম্পূর্ণভাবে উড়িয়ে দেননি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করোনা টিকা বন্টনের প্রস্তুতির প্রশংসা করেন তিনি। সেখানেই তিনি বলেন,”যেকোনও টিকাকরণের পরই পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও যখন দেশে টিকাকরণ হয়েছে, তখনও শিশু ও গর্ভবতী মহিলাদের মধ্যে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল। করোনা টিকার ক্ষেত্রেও পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।”

আরও পড়ুন: প্রতিশ্রুতি পূরণের পালা, বিহারে বিনামূল্যে করোনা টিকার প্রস্তাব পাশ নীতীশ সরকারের

ব্রিটেনে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “যে দেশগুলিতে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে ব্রিটেনে প্রথমদিনই অনেকের মধ্যেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাই রাজ্য প্রশাসনগুলিকেও এই বিষয়ে প্রস্তুত ও সতর্ক থাকতে হবে।”

করোনা টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে কোনও বড় পার্শ্বপ্রতিক্রিয়া এখনও অবধি দেখা যায়নি। তবে এমন কোনও ঘটনা ঘটলে দ্রুত পার্শ্বপ্রতিক্রিয়া চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রেজিস্ট্রেশন না করলে ভ্যাকসিন পাবে না আম জনতা