Amit Shah: ‘ইতিহাস ভুলভাবে উপস্থাপন করলে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত’, হায়দরবাদ মুক্তি দিবসে কড়া বার্তা শাহের

Hyderabad Liberty Programme: অমিত শাহর সুরেই কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি.কিষাণ রেড্ডি বলেন, "কংগ্রেস দল তেলেঙ্গানার মানুষের সংগ্রাম ও অনুপ্রেরণার ইতিহাস ধ্বংস করার চেষ্টা করেছে। রাজ্যের বর্তমান শাসকদলও মানুষের স্মৃতি থেকে ইতিহাস মুছে ফেলতে চাইছে। তেলেঙ্গানার মানুষ এটা ক্ষমা করবে না।"

Amit Shah: 'ইতিহাস ভুলভাবে উপস্থাপন করলে উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত', হায়দরবাদ মুক্তি দিবসে কড়া বার্তা শাহের
হায়দরাবাদের স্বাধীনতা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি. কিষাণ রেড্ডি।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 11:45 PM

হায়দরাবাদ: দেশের ইতিহাস জানা বিশেষ জরুরি। আর যারা ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। রবিবার ৭৫ তম হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনের সমাপনী অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “তুষ্টির স্বার্থে যদি তথ্য গোপন করা হয়, তবে কোনও ইতিহাস অবশিষ্ট থাকবে না।” এর আগে কংগ্রেস এবং এখন রাজ্যের বর্তমান শাসকদল (বিআরএস) ইতিহাস মুছে ফেলতে চাইছে বলেও তোপ দাগেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি.কিষাণ রেড্ডি (G. Kishan Reddy)।

এদিন তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ৭৫ তম হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর বক্তৃতার শুরুতেই তেলঙ্গানা, মহারাষ্ট্রের মারাঠি অঞ্চল এবং কর্ণাটকের বেশ কয়েকটি জেলা-সহ হায়দরাবাদের মুক্তি সংগ্রামে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের শ্রদ্ধা জানান। তারপর নাম না করে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, “যে বা যারা তেলঙ্গানার ইতিহাসকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করছে তাদের জনগণ উপযুক্ত শিক্ষা দেবে।” এপ্রসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেলের মন্তব্য স্মরণ করিয়ে শাহ বলেন, “সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, তেলঙ্গানা স্বাধীন না হলে এবং নিজামের অধীনে স্বাধীন থাকলে, সেটা ভারতমাতার পেটে ক্যান্সারের মতো হবে।” সর্দার প্যাটেল না থাকলে তেলঙ্গানা এত তাড়াতাড়ি মুক্ত হত না এবং কংগ্রেস সরকার এই ইতিহাস প্রকাশ করেনি বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তেলঙ্গানার জনগণের কাছে সেই সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনের সিদ্ধান্ত নেন বলে জানান শাহ।

এদিন হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “স্বাধীনতা সংগ্রামের চেতনা দিয়েই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। ৭৫ বছর ধরে দেশের কোনও সরকার আমাদের যুবকদের তেলঙ্গানার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বলার চেষ্টা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই ইতিহাস তুলে ধরে প্রাপ্য সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেন।” তেলঙ্গানার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি প্রবীণদের সংগ্রামকে স্মরণ করা এবং তারা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেটা গড়ে তোলাই মোদী সরকারের লক্ষ্য বলেও জানান শাহ। এপ্রসঙ্গে বর্তমান ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং জি-২০-র মাধ্যমে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যগুলি আবারও বিশ্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অমিত শাহর সুরেই কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি.কিষাণ রেড্ডি বলেন, “কংগ্রেস তেলঙ্গানার মানুষের সংগ্রাম ও অনুপ্রেরণার ইতিহাস ধ্বংস করার চেষ্টা করেছে। রাজ্যের বর্তমান শাসকদলও মানুষের স্মৃতি থেকে ইতিহাস মুছে ফেলতে চাইছে। তেলঙ্গানার মানুষ এটা ক্ষমা করবে না।” তেলঙ্গানার প্রতিটি গ্রামে লড়াইয়ের ইতিহাস রয়েছে এবং ৭৫ বছর ধরে এই ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার সেই ইতিহাস সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছে এবং হায়দরাবাদের স্বাধীনতার একটি ছোট ভিডিয়োও প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।