Anurag Thakur: ‘এক আলাদা অনুভূতি’, ১৪০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে টিউবওয়েল পাম্প করে জল খেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর
Anurag Thakur Drinking Water from Handpump: স্থানীয় এক বাসিন্দা পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি এসে নলের সামনে হাত পাতেন। অনুরাগ ঠাকুর জল পাম্প করেন এবং ওই ব্যক্তি সেই জল পান করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী নিজে গিয়েও আঁজলা ভরে জল পান করেন।
লাদাখ: রাস্তার ধারে টিউবওয়েলের হাতলে দিলেন চাপ। আঁজলা ভরে পান করলেন নল থেকে বেরিয়ে আসা জল। সম্পূর্ণ ভিন্ন এই রুপেই দেখা গেল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর(Anurag Thakur)-কে। তাও আবার সাধারণ কোনও জায়গায় নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে টিউবওয়েল (Tubewell) পাম্প করে মিষ্টি জল পান করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
বুধবারই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি ভিডিয়ো পোস্ট করেন টুইটারে। সেখানে দেখা যায়, শুনশান পাহাড়ি উপত্য়কায় দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশেই একটি হ্যান্ডপাম্প, যাকে আমরা চলিত কথায় টিউবওয়েলও বলি। কেন্দ্রীয় মন্ত্রী নিজেই দৌড়ে গিয়ে ওই হ্যান্ডপাম্পের হাতলে চাপ দেন এবং পাম্প করতে থাকেন। কয়েক মুহূর্তের মধ্যেই জল বেরতে শুরু করে হ্য়ান্ডপাম্প থেকে।
14000 फ़ीट की ऊँचाई पर मनाली-लेह हाईवे पर ‘डीबरिंग’ गाँव में हैंडपंप चला के मीठा पानी पीना एक अलग अनुभूति दे गया। pic.twitter.com/7tiNhX5lu5
— Anurag Thakur (@ianuragthakur) July 12, 2023
স্থানীয় এক বাসিন্দা পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি এসে নলের সামনে হাত পাতেন। অনুরাগ ঠাকুর জল পাম্প করেন এবং ওই ব্যক্তি সেই জল পান করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী নিজে গিয়েও আঁজলা ভরে জল পান করেন।
ভিডিয়োর ক্য়াপশনে তিনি লেখেন, “১৪০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে, মানালি-লেহ হাইওয়ের দেবরিং গ্রামের হ্যান্ডপাম্প থেকে মিষ্টি জল পান করে আলাদাই এক অভিজ্ঞতা হল।”