Anurag Thakur: ‘ইন্ডিয়া জোটকে জনগণ গ্রহণ করবে না’, কারণ ব্যাখ্যা করলেন অনুরাগ ঠাকুর
Anurag Thakur: রবিবার, নিজের জন্মদিনে বিশ্বকর্মা যোজনা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েত স্তরে যুবদের প্রশিক্ষিত করা এবং কারিগরদের আর্থিক সহায়তা করা এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্প তুলে ধরে বিরোধীদের তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
বিলাসপুর: কেন্দ্র থেকে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটকে উৎখাত করতে মরিয়া বিরোধীদের নতুন জোট ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে জোটের রণকৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু, কোনওভাবেই ‘INDIA’ জোটকে জনগণ গ্রহণ করবে না বলে দাবি জানালেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। শুধু তাই নয়, বিরোধীদের এই জোট দেশের সংবিধানে আক্রমণ হানা থেকে সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে এবং সনাতন ধর্ম ধ্বংসের চেষ্টা করছে বলেও শনিবার বিলাসপুরের জনসভা থেকে তোপ দাগেন তিনি (Anurag Thakur)।
‘ইন্ডিয়া’ জোটের বিতর্কের সূত্রপাত সনাতন ধর্ম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র ‘সনাতন ধর্ম’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যা নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। বিরোধী জোট দেশের সনাতন ধর্ম অস্বীকার করছে বলেও তোপ দাগে বিজেপি। যদিও ওই মন্তব্য ডিএমকে নেতার ব্যক্তিগত মত এবং সেটা জোট সমর্থন করছেন না বলে ‘ইন্ডিয়া’ জোটের তরফে বলা হয়। কিন্তু, এবার সেই প্রসঙ্গ তুলেই আক্রমণ শানালেন অনুরাগ ঠাকুর।
এদিন হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় যোগ দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বিরোধী জোটের বিরুদ্ধে ঝাঁঝ বাড়িয়ে তিনি বলেন, “ইন্ডিয়া জোট কেবল পোশাক বদলেছে, তাদের আচরণ ও চরিত্র একই রয়েছে।” তারপরই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য থেকে ইন্ডিয়া জোটের বৈঠকে বিভিন্ন সংবাদমাধ্যমের অ্যাঙ্করকে বয়কট করা প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, “জনগণ কখনও ইন্ডিয়া জোটকে গ্রহণ করবে না। এই জোট সংবিধানের উপর আক্রমণ হানছে, সংবাদমাধ্যমের কণ্ঠস্বর রোধ করছে এবং সনাতন ধর্ম ধ্বংসের চেষ্টা করছে।” ইন্ডিয়া জোট আদতে ‘চরম সুবিধাবাদী ও গণবিরোধী শক্তির জোট’ বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন অবিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থাও তুলে ধরেন অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “কম আয় এবং অতিরিক্ত ব্যয়ের জন্য পঞ্জাব কেন্দ্র থেকে অতিরিক্ত লোন নিয়েছে। আম আদমি পার্টির সরকার প্রতি বছর রাজ্যে বিজ্ঞাপনের জন্য ৬০০ কোটি টাকা খরচ করে, কিন্তু খেলাধূলা বা অন্য কোনও প্রচারে এক পয়সাও খরচ করে না। অন্যদিকে, নরেন্দ্র মোদীর সরকার স্কিল ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ যুবদের দক্ষতা বৃদ্ধি করার বিশেষ চেষ্টা করছেন।” এপ্রসঙ্গে বিশ্বকর্মা যোজনা প্রকল্পের উদাহরণ তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, রবিবার বিশ্বকর্মা যোজনা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েত স্তরে যুবদের প্রশিক্ষিত করা এবং কারিগরদের আর্থিক সহায়তা করা এই প্রকল্পের লক্ষ্য।