AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ মার্কিন সংস্থার

AMD: বেঙ্গালুরুতে ৫ লক্ষ বর্গফুট জায়গার উপর এএমডি সেন্টারটির নির্মাণ হচ্ছে। শীঘ্রই এটি চালু হয়ে যাবে এবং এখানে সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

Ashwini Vaishnaw: ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ মার্কিন সংস্থার
ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ এএমডি-র।Image Credit: twitter
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 11:30 PM
Share

নয়া দিল্লি: দেশে প্রযুক্তির উন্নতি ঘটাতে সেমিকন্ডাক্টর (Semiconductor) চিপ তৈরির উপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৫ বছরে ভারত বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক দেশ হতে চলেছে বলেও জানান তিনি। এবার এই ক্ষেত্রে বিনিয়োগও আসতে শুরু করেছে। মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা, AMD (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস) সেমিকন্ডাক্টর ডিজাইন ক্ষেত্রে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। খবরটি জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়া AMD-র টেকনোস্টার সেন্টারটি গড়ে তোলার কাজ ভালভাবে এগোচ্ছে বলেও জানান তিনি (Ashwini Vaishnaw)।

অন্যদিকে, মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা, AMD-র ভারতে সেমিকন্ডাক্টর ডিজাইন সেন্টার, টেকনোস্টার গড়ে তোলার কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। বিশ্বের দীর্ঘতম ডিজাইন সেন্টার হতে চলেছে টেকনোস্টার। বেঙ্গালুরুতে ৫ লক্ষ বর্গফুট জায়গার উপর এই সেন্টারটি নির্মাণ হচ্ছে। শীঘ্রই এটি চালু হয়ে যাবে এবং এখানে সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।

বর্তমানে মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড, ট্যাবলেট থেকে ট্রেন সেট, অটোমোবাইল, গাড়ি ইত্যাদির জন্য ছোট আকারের মাইক্রোচিপ ব্যবহার করা হয়। সেগুলি বর্তমানে বিভিন্ন দেশ থেকে আমদানি করে ভারত। এগুলি ভারতে উৎপাদিত হলে দ্রব্যগুলিরও দাম কমে যাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাই ভারতকেই সেমিকন্ডাক্টর উৎপাদন দেশ হিসাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। কিছুদিন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছিলেন, আগামী কয়েক বছরের মধ্যে চিনকে টেক্কা দেবে ভারত। সেমিকন্ডাক্টর শিল্পের মাধ্যমে এটি সম্ভব বলে আশাবাদী অশ্বিনী বৈষ্ণব।