Odisha News: মারাত্মক অভিযোগ! কেন কেন্দ্রীয় মন্ত্রী চেয়ার দিয়ে মারধর করলেন দুই আধিকারিককে?
Bishweswar Tudu: শুক্রবার জেলা পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের ডেপুটি ডিরেক্টর অশ্বিনী কুমার মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মহাপাত্রকে বিজেপি পার্টি অফিসে ডেকে পাঠিয়েছিলেন মন্ত্রী।
ভুবনেশ্বর: কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ওড়িশার দুই সরকারি আধিকারিক। ওই দুই আধিকারিকের অভিযোগ ময়ুরভঞ্জ জেলায় কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে ওই দুজনেক চেয়ার দিয়ে মারধর করেছেন মন্ত্রী বিশ্বেশ্বর টুডু। তবে যাবতী অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় জল শক্তি ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু ময়ুরভঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। গত বছর জুলাই মাসে কেন্দ্রের নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন বিশ্বেশ্বর।
শুক্রবার জেলা পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের ডেপুটি ডিরেক্টর অশ্বিনী কুমার মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মহাপাত্রকে বিজেপি পার্টি অফিসে ডেকে পাঠিয়েছিলেন মন্ত্রী। বারিপড়া পার্টি অফিসে মন্ত্রীর উপস্থিতিতে রিভিউ মিটিং হওয়ার কথা ছিল। সেখানেই ঘটনার সূত্রপাত। বৈঠক চলাকালীনব বেশ কিছু ফাইল সঙ্গে করে নিয়ে না আসার কারণে চটে যান কেন্দ্রীয় মন্ত্রী। এরপরই ঘরের দরজা বন্ধ করে ওই দুই আধিকারিককে শারীরিক নিগ্রহ ও চেয়ার দিয়ে মারধর করার অভিযোগ ওঠে দুই মন্ত্রীর বিরুদ্ধে। আধিকারিক দেবাশিস মহাপাত্রের অভিযোগ, মারধরের কারণে তার হাত ভেঙে গিয়েছে এবং অপর আধিকারিকও মারধরের ফলে গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। দুই আধিকারিকই ঘটনার পর স্থানীয় পিআরএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।
নিগৃহীত দুই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডুর বিরুদ্ধে বারিপাড়া থানার পুলিশ মামলা রুজু করেছে। মন্ত্রী বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫স ২৯৪ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ, এমনটাই জানিয়েছেন স্থানীয় থানার এক আধিকারিক।
কী ঘটেছিল সেদিন?
ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অশ্বিনী কুমার মল্লিক জানিয়েছেন, “মন্ত্রী আমাদের প্রথমে প্রটোকল লঙ্ঘন করার অপরাধে তিরস্কার করেন। আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছি যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কারণে যখন রাজ্যে আদর্শ আচরণ বিধি রয়েছে এমন সময়ে আমরা ফাইল সহ তার অফিসে গেলে সেটা অনুচিত হবে। তিনি তখন রেগে যান এবং আমাদের মারধর করা শুরু করেন। সাংসদ তহবিলে ফাইল নিয়ে না আসার কারণে তিনি আমাদের ওপর রেগে গিয়েছিলেন। তিনি আমাদের গালিগালাজ ও করেন। তারপর প্লাস্টিক চেয়ার দিয়ে মারধর করেন।”
অভিযোগ অস্বীকার মন্ত্রী
মারধরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্বেশ্বর টুডু। তাঁর অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তিতে ধাক্কা দিতেই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি বলেন, “তাঁরা আমার কাছে আসেন। আধঘণ্টা ধরে আমরা আলোচনা করেছি। আমি তাঁদের বলেছিলাম কেন্দ্রের দেওয়া ৭ কোটি টাকা কীভাবে খরচ হয়েচে তার ফাইল নিয়ে আসতে। তাঁরা এখন মিথ্যে অভিযোগ আনছেন। আমি যদি তাদের মারধর করি তবে কি তাঁরা ফিরে যেতে পারতেন।”