Nitin Gadkari: ‘সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার’, দলের অন্দরে কোণঠাসা হতেই কি বিস্ফোরক নিতিন গডকরী?

Nitin Gadkari : ফের বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীকে। তিনি এক অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, 'সময়ই সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় সমস্যা হল সরকার সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না।'

Nitin Gadkari: 'সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার’, দলের অন্দরে কোণঠাসা হতেই কি বিস্ফোরক নিতিন গডকরী?
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2022 | 9:49 PM

নয়া দিল্লি : ফের বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। স্পষ্টবাদী ঠোঁট কাটা বক্তা হিসেবে পরিচিত নিতিন গডকরী সম্প্রতি বিজেপির শীর্ষ কমিটিতে নিজের স্থান খুইয়েছেন। তবে তাঁর স্পষ্টবাদী মনোভাব ত্যাগ করতে নারাজ তিনি। এই আবহে মঙ্গলবার নিতিন গডকরী বললেন, ‘সরকার সময় মতো সিদ্ধান্ত নিচ্ছে না।’

মঙ্গলবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গডকরী বলেন, ‘আপনি অলৌকিক ঘটনা ঘটাতে পারেন… এবং তার জন্য পর্যাপ্ত সম্ভাবনা আছে… আমার মতে ভারতীয় পরিকাঠামোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বিশ্বে ও দেশে আমাদের ভাল প্রযুক্তি, ভাল উদ্ভাবনী চিন্তাধারা, ভাল গবেষণা গ্রহণ করতে হবে। আমাদের হাতে সব ক্ষেত্রে বিকল্প উপকরণ থাকা উচিত। এই বিকল্পের মাধ্যমে আমরা মানের সঙ্গে আপস না করেই খরচ কমাতে পারি। নির্মাণ ক্ষেত্রে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সময়। সময়ই সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় সমস্যা হল সরকার সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না।’ NATCON ২০২২ সম্মেলনে বক্তব্য রাখার সময় নিতিন গডকরীর স্পষ্ট বার্তা, ‘প্রযুক্তির থেকে সময় বেশি গুরুত্বপূর্ণ।’ এই বক্তব্যের পক্ষে বলতে গিয়ে নিতিন গডকরী অবশ্য প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বিরোধিতা করলেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘অমৃত কালে তাঁর সরকারের অধীনে দেশ বড় বড় মাইলফলক ছুঁয়েছে।’ তবে আজ নিতিন গডকরী বললেন যে সরকার সময়মতো সিদ্ধান্ত নিচ্ছে না। যেই সরকারের তিনিও এক গুরুত্বপূর্ণ সদস্য।

এদিকে নিতিন গডকরীর বাক্যবাণে বিদ্ধ হয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। তবে গেরুয়া শিবিরের নেতৃত্বের দাবি, নিতিন গডকরী বলতে চেয়েছেন যে সব (রাজ্য) সরকারই সময়মতো সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি নির্দিষ্ট (কেন্দ্রীয়) কোনও সরকারকে উদ্দেশ্য করে নিজের বক্তব্য পেশ করেননি। উল্লেখ্য, গত সপ্তাহেই বিজেপির সংসদীয় কমিটি থেকে নিতিন গডকরীকে বাদ দেওয়া হয়েছিল। নিতিন গডকরী আরএসএস ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। তিনি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিও বটে। এই আবহে কয়েকদিন আগেই নাগপুরের এক সভায় নিতিন বলেছিলেন, ‘বর্তমান সময়ের রাজনীতি শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রিক। এই কারণে অনেক সময়ই আমি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভেবেছি।’ সেই বক্তব্য নিয়েও বেশ জলঘোলা হয়েছিল। আর আজকের ‘সময়মতো সিদ্ধান্ত না নেওয়া’র মন্তব্যের কয়েক ঘণ্টা পরই অন্য এক অনুষ্ঠানে নিতিন গডকরী বলেন, ‘বিজেপির আজকের উত্থানের নেপথ্যে রয়েছেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী এবং দিনদয়াল উপাধ্যায়।’ তাঁর এই মন্তব্য, ‘মোদী ম্যাজিক’কে চ্যালেঞ্জ কি না, তা অবশ্য স্পষ্ট নয়।