Yogi Adityanath: ‘তালিবানি মানসিকতা গুঁড়িয়ে দিচ্ছে’, গাজায় ইজরায়েলের আক্রমণ নিয়ে অকপট যোগী

বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, “হনুমানের গদা তালিবানি মানসিকতাকে দূর করতে পারে। আপনারা নিশ্চয় দেখছেন, গাজায় কী ভাবে তালিবানি মানসিকতাকে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। সঠিক নিশানায়, সঠিক উপায়ে মেরে মেরে গুঁড়িয়ে দিচ্ছে।”

Yogi Adityanath: 'তালিবানি মানসিকতা গুঁড়িয়ে দিচ্ছে', গাজায় ইজরায়েলের আক্রমণ নিয়ে অকপট যোগী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 10:32 PM

জয়পুর: গাজা স্ট্রিপ থেকে ৭ অক্টোবর হামাস বাহিনী ইজরায়েলে রকেট হামলা চালানোর পর, সেই ‘জঙ্গি কার্যকলাপের’ নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর হামাসের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে ইজরায়েল। কিন্তু তার পর থেকে সরাসরি ইজরায়েলের হয়েই সুর না চড়িয়ে মধ্য প্রাচ্যের এই দ্বন্দ্বে রাশিয়া-ইউক্রেনের মতোই ব্যালেন্সিং অবস্থান নিতে দেখা গিয়েছে ভারতকে। কিন্তু সেই অবস্থানের তোয়াক্কা না করেই সরাসরি ইজরায়েলের হয়ে সুর চড়ালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হামাসের বিরুদ্ধে যুদ্ধে তাঁর সমর্থন যে ইজরায়েলের সঙ্গেই রয়েছে, তা বুঝিয়ে দিলেন যোগী। গাজায় ইজরায়েলের আক্রমণ ‘তালিবানি মানসিকতা’কে গুঁড়িয়ে দিচ্ছে বলে মত যোগীর।

এ মাসেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। সেখানে প্রচারে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই এক জনসভায় ইজরায়েল-হামাসের যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন যোগী। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, “হনুমানের গদা তালিবানি মানসিকতাকে দূর করতে পারে। আপনারা নিশ্চয় দেখছেন, গাজায় কী ভাবে তালিবানি মানসিকতাকে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। সঠিক নিশানায়, সঠিক উপায়ে মেরে মেরে গুঁড়িয়ে দিচ্ছে।” যোগীর এই মন্তব্য ভারতের বিদেশনীতির প্রেক্ষিতে কতটা সঙ্গতিপূর্ণ, সে প্রশ্নও উঠছে।

৭ অক্টোবর হামাসের রকেট হামলায় ১৪০০ ইজরায়েলবাসীর মৃত্যু হয়। তার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েল সেনা। আকাশ পথে হামলার পাশাপাশি স্থলপথেও গাজা স্ট্রিপে হামলা শুরু করেছে ইজরায়েল। এই হানার জেরে হামাস সদস্য ছাড়াও প্রচুর নিরীহ গাজাবাসীর মৃত্যু হয়েছে। যা নিয়ে নিন্দাও হচ্ছে বিশ্বজুড়ে। ইজরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।