Yogi Adityanath: ১৫ নভেম্বর অবধি সময়, এই কাজ না হলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

Uttar Pradesh: মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেন, "গ্রামেই থাকুক বা মেট্রো শহরে, সকল সাধারণ মানুষের অধিকার ভাল রাস্তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত রাস্তাই যেন খানা-খন্দমুক্ত হয়।"

Yogi Adityanath: ১৫ নভেম্বর অবধি সময়, এই কাজ না হলেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 8:29 AM

লখনউ: ১৫ নভেম্বর অবধি সময় বেঁধে দিলেন  মুখ্যমন্ত্রী। এর মধ্যেই সারাই করতে হবে রাজ্যের সমস্ত রাস্তা। কোনও রাস্তাতেই থাকবে না খানা-খন্দ। বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের এমনটাই নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের নতুন কর্মসূচীর অধীনেই ১৫ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত রাস্তা খানাখন্দ মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি ৮১ তম ইন্ডিয়ান রোড কংগ্রেসের প্রস্তুতিও খতিয়ে দেখেন। আগামী ৮ অক্টোবর লখনউয়ে এই অনুষ্ঠান রয়েছে। গাড়ি যাতায়াতের জন্য যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ভাল যোগাযোগ ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের রাস্তা সারাই নিয়েও কড়া নির্দেশ দেন তিনি, বিশেষ করে শিল্পাঞ্চল ও কৃষিক্ষেত্রের মার্কেট এলাকাগুলির রাস্তা সারাইয়ের বিশেষ নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ বলেন, “গ্রামেই থাকুক বা মেট্রো শহরে, সকল সাধারণ মানুষের অধিকার ভাল রাস্তা ও উন্নত যোগাযোগ ব্যবস্থার। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সমস্ত রাস্তাই যেন খানা-খন্দমুক্ত হয়।”

সড়ক তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও সংযুক্ত করার কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশ রাজ্য সড়ক কর্তৃপক্ষকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ অক্টোবর থেকে যে ইন্ডিয়ান রোড কংগ্রেস কর্মসূচি শুরু হচ্ছে, তাতে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০০ প্রতিনিধি যোগ দেবেন। এর আগেই যেন রাজ্যের সড়কগুলির সংস্কার করা হয়, তা নিয়েও কড়া নির্দেশ দেন যোগী আদিত্যনাথ।