Congress: হাত ধরে আছেন রাহুল, পাঁই-পাঁই করে ছুট লাগালেন ৭৫-র সিদ্দারামাইয়া, দেখুন ভিডিয়ো

Bharat Jodo Yatra: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর পাশেই হাঁটছিলেন, আচমকাই তাঁর হাত ধরেন রাহুল। তাঁর পরই ধীরে ধীরে ছুটতে শুরু করেন রাহুল।

Congress: হাত ধরে আছেন রাহুল, পাঁই-পাঁই করে ছুট লাগালেন ৭৫-র সিদ্দারামাইয়া, দেখুন ভিডিয়ো
রাহুলের সঙ্গে দৌড়চ্ছেন বছর ৭৫-র সিদ্দারামাইয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 7:49 AM

বেঙ্গালুরু: কন্যাকুমারী থেকে শুরু হয়েছে যাত্রা। ১৫০ দিনে পৌঁছবেন কাশ্মীরে। গোটা দেশকে শান্তি ও সম্প্রীতির একসূত্রে বাঁধতেই ভারত জোড়ো যাত্রার সূচনা করেছে কংগ্রেস। দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দেন দলনেত্রী সনিয়া গান্ধী। সেখানে মায়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল, এই ছবি রীতিমতো ভাইরাল। এবার সামনে এল ভারত জোড়ো যাত্রার আরও একটি ভিডিয়ো, যা নেটাগরিকদের মন জয় করে নিয়েছে।

গতকালই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে কর্নাটক যান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর পাশাপাশি এই যাত্রায় পা মেলান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও। প্রবীণ এই নেতাকে নিয়েই হাঁটার বদলে ছুট লাগান রাহুল গান্ধী। কংগ্রেস সমর্থকদের পাশ থেকে দাঁড়িয়ে চিৎকার করে তাঁদের উৎসাহ দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর পাশেই হাঁটছিলেন, আচমকাই তাঁর হাত ধরেন রাহুল। তাঁর পরই ধীরে ধীরে ছুটতে শুরু করেন রাহুল। হাসিমুখেই কংগ্রেসের প্রাক্তন সভাপতির সঙ্গে পা মেলান প্রবীণ নেতা, তিনিও দৌড়তে থাকেন। তাঁদের পাশাপাশি ছুটতে থাকেন নিরাপত্তারক্ষী ও অপর কংগ্রেস নেতারাও। ভারত জোড়ো যাত্রায় সাধারণ মানুষ, যারা অংশ নিয়েছিলেন, তারা রাহুল গান্ধী ও সিদ্দারামাইয়াকে ছুটতে থেকে হাততালি দেন এবং চিৎকার করে তাদের উৎসাহ দিতে থাকেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বরই কর্নাটকে প্রবেশ করেছে ভারত জোড়ে যাত্রা। আগামী ২১ অক্টোবর অবধি রাজ্যের বিভিন্ন জায়গায় এই পদযাত্রা করা হবে। এই যাত্রা দিয়েই দলের অন্দরেও যে ফাটল রয়েছে, তা জোড়া লাগানোর কাজ করছেন রাহুল। এই পদযাত্রায় একদিকে যেমন সিদ্দারামাইয়া যোগ দিয়েছেন, তেমনই আবার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ডিকে শিবকুমারও যোগ দিয়েছেন। দুই নেতার মধ্যে বিরোধিতা মিটিয়ে একজোট করার বার্তাই দেওয়া হয়েছে দলীয় কর্মীদের।