UP School: পড়ানো ভুলে স্কুলে ইন্সটা রিল বানাচ্ছেন শিক্ষিকারা, লাইক-শেয়ার করতে বাধ্য পড়ুয়ারা!

Instagram: অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকারা পড়ুয়াদের জোর করেন তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফলো করা এবং রিল ভিডিয়োগুলি লাইক ও শেয়ার করতে। শিক্ষিকাদের এই আচরণে বিরক্ত হয়েই অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানান।

UP School: পড়ানো ভুলে স্কুলে ইন্সটা রিল বানাচ্ছেন শিক্ষিকারা, লাইক-শেয়ার করতে বাধ্য পড়ুয়ারা!
শিক্ষিকাদের রিলস।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 11:44 AM

লখনউ: স্কুলে পড়ুয়ারা আসে শিক্ষা নিতে। কিন্তু পঠনপাঠন তো দূর, শিক্ষিকারা ব্যস্ত নিজেদের ফোনে। সারাদিন ধরে তারা ইন্সটাগ্রাম রিল বানাচ্ছেন। সেই ভিডিয়োয় আবার লাইক, শেয়ার করতেও বাধ্য করা হচ্ছে পড়ুয়াদের। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর প্রদেশের একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকাদের বিরুদ্ধে। অভিভাবকরা গিয়ে জেলাশাসকের কাছে শিক্ষিকাদের নামে অভিযোগ করেন।

অভিযোগ, উত্তর প্রদেশের আমরোহা জেলার প্রাথমিক স্কুলের শিক্ষিকারা নিত্যদিনই স্কুলে এসে ইন্সটাগ্রাম রিলস বানান। কয়েকজন শিক্ষিকা নাচ বা অভিনয় করেন, বাকি শিক্ষিকারা সেই ভিডিয়ো রেকর্ড করেন। তাদের মিলিত একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে, সেখানে তারা এই ভিডিয়োগুলি পোস্ট করেন।

তবে এখানেই থামেননি শিক্ষিকারা। অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকারা পড়ুয়াদের জোর করেন তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফলো করা এবং রিল ভিডিয়োগুলি লাইক ও শেয়ার করতে। শিক্ষিকাদের এই আচরণে বিরক্ত হয়েই অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানান।

পড়ুয়ারাও অভিযোগ করেছে যে তারা সঠিক পঠনপাঠনের সুযোগ পাচ্ছে না। শিক্ষিকারা সারাদিন রিলস দেখে ও বানিয়ে সময় কাটান। তাদের ভিডিয়োয় লাইক না করলে, মারধর করার হুমকিও দেন। আরেক পড়ুয়া আবার অভিযোগ করেন, শিক্ষিকারা তাদের দিয়ে চা বানাতে বাধ্য করে। বাসনও মাজায়।

যদিও শিক্ষিকারা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, স্কুলে মোটেও তারা এমন কোনও কাজ করেন না। জেলাশাসক জানান, সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকাদের কিছু রিলস ভাইরাল হওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।