ভিডিয়ো: দাউ দাউ করে জ্বলছে আগুন, দাবানল নেভাতে গাছের ডাল নিয়ে এগিয়ে এলেন মন্ত্রী

রবিবারই হড়ক সিং রাওয়াত জানিয়েছিলেন, আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

ভিডিয়ো: দাউ দাউ করে জ্বলছে আগুন, দাবানল নেভাতে গাছের ডাল নিয়ে এগিয়ে এলেন মন্ত্রী
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 8:08 PM

উত্তরাখণ্ড: দেবভূমিতে দাবানল। আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে ৯০০টিরও বেশি জায়গায়। সেই আগুন নেভাতে কার্যত খড়কুটোর আশ্রয় নিয়েছেন সে রাজ্যের মন্ত্রী। এমনই ভাইরাল ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। রাজ্যের বনমন্ত্রী হড়ক সিং রাওয়াতকে (Harak Singh Rawat) দেখা গিয়েছে গাছের ছোট্ট একটি ডাল নিয়ে তিনি আগুন নেভাচ্ছেন। আর একাধিক ক্যামেরায় ধরা পড়ছে সেই ছবি। গড়বাল পার্বত্য এলাকার সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল।

মন্ত্রীর সঙ্গে এক পুলিশকর্মীকেও দেখা যায় আগুন নেভাতে। রবিবারই হড়ক সিং রাওয়াত জানিয়েছিলেন, আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। তিনি বলেন, “৯৬৪টি জায়গায় আগুন ছড়িয়েছে। ৭ বন্যপ্রাণী ও ৪ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন, ২ জন আহতও হয়েছেন। আবহওয়া পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। মুখ্যমন্ত্রী এবং আমি ঘটনার পৃথক ভাবে মূল্যায়ন করছি।”

নেট দুনিয়ায় হড়ক সিং রাওয়াতের এই ভিডিয়োয় মিশ্র প্রতিক্রিয়া ধরা পড়েছে। কেউ মন্ত্রীকে বাহবা দিয়েছেন, আবার কেউ ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ লিখে মন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি। ভয়ানক এই দাবানলে রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩৭ লক্ষ টাকার সম্পত্তি ও ১৬৫ হেক্টর জমি আগুনে পুড়েছে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১২ হাজার বনকর্মী ও ১৩০০ দমকল কাজ করছে। হাত লাগিয়েছে বায়ুসেনাও। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী তিরথ সিংয়ের সঙ্গে ফোনে বৈঠকও করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন: তিন রাজ্যে শেষ হল ব্যালট যুদ্ধ, ভোট কমল তামিলনাড়ুতে