Rahul Gandhi: রাহুল গান্ধীর নামে সব সম্পত্তি লিখে দিলেন এক বৃদ্ধা! কংগ্রেস নেতার সঙ্গে তাঁর কী সম্পর্ক জানেন?
Rahul Gandhi: দেরাদুনের কংগ্রেস সভাপতি লালচন্দ শর্মার হাতে তাঁর করা উইল তুলে দিয়ে তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী চিন্তাভাবনাতে উদ্ভূত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
নয়া দিল্লি: দেশের প্রথমসারির রাজনীতিকদের মধ্যে তিনি অন্যতম। দলের ব্যাটন হাতে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সাফল্য না এনে দিতে না পারলেও বারবারই শাসক দল বিজেপির নিশানায় থাকেন তিনিই। কংগ্রেসের (Congress) বেশ কিছু নেতার তাঁকে অপছন্দ হলেও সিংহভাগ দলীয় নেতাকর্মীদের কাছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। ২০০৪ সালে থেকে তিনি সাংসদ, সাধারণভাবে তাঁর অর্থের কোনও অভাবও নেই। তবু রাতারাতি প্রাক্তন কংগ্রেস সভাপতির সম্পত্তি অনেকেটাই বেড়ে যেতে পারে। উত্তরাখণ্ডের এক বৃদ্ধার সৌজন্যে লক্ষ্মীলাভ হতে পারে রাহুলের। সোমবার উত্তরখণ্ডের রাজধানী দেরাদুনের এক বৃদ্ধা তাঁর যাবতীয় সম্পত্তি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কাছে হস্তান্তর করার জন্য জেলা আদালতের কাছে আর্জি জানিয়েছেন। সাধারণ রক্তের সম্পর্ক বা আত্মীয়দের নামে উইল করে দেওয়ার চল রয়েছে। তবে এক্ষেত্রে রাহুলের সঙ্গে কোনও সম্পর্ক না থাকলেও নিখাদ ভালবাসার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওই বৃদ্ধা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম পুষ্পা মুঞ্জিয়াল। বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর। তিনি আদালতের কাছে তাঁর সম্পত্তি রাহুলের নামে হস্তান্তরিত করতে চেয়ে আবেদন জানিয়েছেন এবং নিজের করা উইলও আদালতে পেশ করেছেন। দেরাদুনের কংগ্রেস সভাপতি লালচন্দ শর্মার হাতে তাঁর করা উইল তুলে দিয়ে তিনি জানিয়েছেন, রাহুল গান্ধী চিন্তাভাবনাতে উদ্ভূত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে লালচন্দ জানিয়েছেন, “ওই বৃদ্ধা আমাদের জানিয়েছেন দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী নিজেদের প্রাণ দিয়েছেন। সোনিয়া ও রাহুল গান্ধী দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। এই ঘটনাতে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশান্ত সিংয়ের বাড়িতে ওই বৃদ্ধা রাহুলের নামে নিজের সম্পত্তির উইল করেন। সিংও জানিয়ছেন, বৃদ্ধার সিদ্ধান্তকে নিঃসন্দেহে স্বাগত জানানো উচিৎ। প্রশান্ত বলেন, “গান্ধী পরিবারের প্রতি তাঁর স্নেহের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সময়ে মানষ যেখানে সম্পত্তি নিয়েও মারামারি করতে পিছপা হয়না সেখানে পুষ্পাজি এই দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন।” জানা গিয়েছে ওই মহিলা যে পরিমাণ সম্পত্তি রাহুলের নামে করছেন তাঁর আণুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। সত্যিই পুষ্পার কল্যাণে রাহুলের লক্ষ্মীলাভ।