Vice President Election Results Live : ভোটের ফলাফলে প্রত্যাশিত জয়, উপরাষ্ট্রপতি নির্বাচিত জগদীপ ধনখড়
Vice Presidential Poll 2022 Live Updates in Bengali : ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচন আজ। সকাল ১০ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আজ ভোটদান প্রক্রিয়া শেষে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতির নাম জানা যাবে।
১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচন আজ। শনিবারের ভোটগ্রহণ প্রক্রিয়ার শেষে জানা যাবে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতির নাম। সকাল ১০ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল ৫ টা অবধি। গোপন ব্য়ালটে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন সাংসদরা। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষেই গণনা হতে পারে প্রাপ্ত ভোটের। উল্লেখ্য, ১০ অগস্ট উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়া নাইডুর। তার আগেই অনুষ্ঠিত হচ্ছে ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচন। গত ১৬ জুলাই গোটা দেশবাসীকে চমক দিয়ে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এর পরের দিনই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রাক্তন কেন্দ্রীয় মার্গারেট আলভার। এদিন এই দুই সংবিধানিক বিষয়ে ওয়াকিবহাল ব্য়ক্তিত্বের মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই।
LIVE NEWS & UPDATES
-
উপরাষ্ট্রপতি নির্বাচিত জগদীপ ধনখড়
প্রত্যাশিতভাবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনখড়।
-
প্রহ্লাদ জোশীর বাড়িতে ধনখড়
ভোট গণনা শুরু হতেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর ১১ আকবর রোডের বাড়িতে পৌঁছলেন এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়।
Delhi | NDA Vice-President candidate Jagdeep Dhankar reaches Parliamentary Affairs Minister Pralhad Joshi’s residence at 11 Akbar road before the announcement of results for the #VicePresidentialElection pic.twitter.com/Bg1hT1unu1
— ANI (@ANI) August 6, 2022
-
-
ফলপ্রকাশের পর আকবর রোডে সপার্ষদ মোদী
উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশের পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি প্রথম সারির নেতারা ভাবী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অভিনন্দন জানাতে ১১ আকবর রোডের বাড়িতে যাবেন।
-
ভোট গণনা শুরু
শুরু হয়ে গেল উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। পরিসংখ্যান বলছে এই ভোটে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের জয় সময়ের অপেক্ষা।
-
সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোট গণনা
শেষ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোট গণনা।
-
-
ভোট পড়ল ৯৩ শতাংশ
দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনে বিকেল ৫টা অবধি ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। বিকেল ৩টে অবধি ৯৩ শতাংশ ভোট পড়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন।
-
ভোট দিলন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। ভোট দিয়ে টুইটে তিনি জানিয়েছেন, “সাংবিধানিক দায়িত্ব পালন করলাম।”
Discharged my absolute privilege as well as constitutional responsibility. Voted in the #VicePresidentialElection in the Parliament House. pic.twitter.com/exlafU8nYs
— Kiren Rijiju (@KirenRijiju) August 6, 2022
-
দলীয় নির্দেশ অমান্য করে ভোট দিলে শিশির-দিব্যেন্দু
আগেই তৃণমূল জানিয়ে দিয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোটদানে বিরত থাকবেন। সেই মর্মে দলীয় সাংসদদের কাছে নির্দেশিকা পৌঁছেছিল। কিন্তু সেই নির্দেশিকা উপেক্ষা করে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তাঁর ছেলে তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
-
ভোট দিয়েছেন ৮৫ শতাংশ সাংসদ
উপ-রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টো অবধি ৮৫ শতাংশ সাংসদ ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সবার প্রথম ভোট দিয়েছিলেন, এমনটাই জানিয়েছে, সংবাদ সংস্থা পিটিআই। সংসদের দুই কক্ষের ৭৮০ জন সাংসদের মধ্যে ৬৭০ জন এখনও অবধি ভোট দিয়েছেন।
-
ভোট দিলেন লোকসভার স্পিকার
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
Lok Sabha Speaker Om Birla casts his vote for the Vice Presidential election, at the Parliament, in Delhi. pic.twitter.com/aiJISH8vCA
— ANI (@ANI) August 6, 2022
-
রাহুলের ভোটদান
১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত করতে ভোট দিলেন কংগ্রেস সাংসদ তথা রাহুল গান্ধী।
Delhi | Congress MP Rahul Gandhi casts his vote for the Vice Presidential election, at the Parliament pic.twitter.com/NKV8JZhRvD
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন নির্মলা সীতারমন
Delhi | Union Finance Minister Nirmala Sitharaman casts her vote for the Vice Presidential election, at the Parliament pic.twitter.com/O5YX5PLqDH
— ANI (@ANI) August 6, 2022
-
ভোটদান হরদীপ সিং পুরীর
দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে বেছে নিতে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, নারায়ণ রানে ও সর্বনন্দা সোনোওয়াল
Union Ministers Hardeep Singh Puri, Narayan Rane and Sarbananda Sonowal cast their votes for the Vice Presidential election, at the Parliament in Delhi. pic.twitter.com/Snm2v3YVWN
— ANI (@ANI) August 6, 2022
-
ভোটদান করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী
Congress interim president and MP Sonia Gandhi casts her vote for the Vice Presidential election, at the Parliament in Delhi. pic.twitter.com/vYQRyKym8v
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন তারকা সাংসদ হেমা মালিনী
দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। সংসদে ভোট দিতে এলেন বিজেপি সাংসদ হেমা মালিনী।
BJP MP Hema Malini casts her vote for the Vice Presidential election, at the Parliament in Delhi. pic.twitter.com/4wQyDFL5My
— ANI (@ANI) August 6, 2022
-
সংসদে এলেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা
১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচন চলছে। এর মধ্যে সংসদে এলেন উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা।
#WATCH | Delhi: Opposition’s Vice Presidential candidate Margaret Alva arrives at the Parliament. Voting is underway for the VP polls today. pic.twitter.com/CcBLuzzw49
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা
দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ও ধর্মেন্দ্র প্রধান।
Delhi | Union ministers Nitin Gadkari and Dharmendra Pradhan cast votes for the Vice Presidential election at Parliament pic.twitter.com/Z5irlDxbWm
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন রাজনাথ-পীযূষ
চলছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া। ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও পীযূষ গয়াল। সঙ্গে ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।
Delhi | Union ministers Rajnath Singh & Piyush Goyal along with BJP chief JP Nadda cast votes for the Vice Presidential election at Parliament pic.twitter.com/J06yTFnv67
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন অমিত শাহ
Delhi | Union Home Minister Amit Shah casts his vote for the Vice Presidential election, at the Parliament pic.twitter.com/eH75fIzcRe
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন কংগ্রেস সাংসদ
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম এবং ডিএমকে সাংসদ দয়ানিধি মরণ ও তিরুচি শিবা।
Congress MP Karti Chidambaram and DMK MPs Dayanidhi Maran & Tiruchi Siva cast their votes for the Vice Presidential election, at the Parliament. pic.twitter.com/NRlMyTO6XT
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া ও রাজীব চন্দ্রশেখর।
Union Ministers Jyotiraditya Scindia and Rajeev Chandrasekhar cast their votes for the Vice Presidential election, at the Parliament. pic.twitter.com/rhbjeT8qwd
— ANI (@ANI) August 6, 2022
-
হুইল চেয়ারে বসে ভোট দিলেন মনমোহন সিং
উপরাষ্ট্রপতি নির্বাচনে হুইল চেয়ারে করে সংসদে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস সাংসদ ডঃ মনমোহন সিং। হুইল চেয়ারে বসেই ভোট দিলেন তিনি।
Delhi | Former Prime Minister and Congress MP Dr Manmohan Singh arrives at the Parliament to cast his vote for the Vice Presidential election. pic.twitter.com/OK0GsY5npL
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন অশ্বিণী বৈষ্ণ
সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও অশ্বিণী বৈষ্ণ।
Delhi | Union Minister Jitendra Singh and Ashwini Vaishnaw cast their votes for the Vice Presidential election, at the Parliament. pic.twitter.com/quciT0VxhD
— ANI (@ANI) August 6, 2022
-
ভোট দিলেন প্রধানমন্ত্রী
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে ভোট দিলেন তিনি।
Delhi | Prime Minister Narendra Modi casts his vote for the Vice Presidential election, at the Parliament. pic.twitter.com/X8kFU79I1f
— ANI (@ANI) August 6, 2022
-
এনডিএ জোটের সাংসদদের ‘মক টেস্ট’
উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে শুক্রবার এনডিএ জোটের সাংসদদের জন্য বিজেপি একটি মক ভোটিং ড্রিলের আয়োজন করেছিল। সেইখানে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব এই প্রক্রিয়ার তদারকি করেন।
-
ভোট দেবেন সাংসদরা
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন রাজ্য়সভা ও লোকসভার সাংসদরা। ভোট দেবেন রাজ্যসভার মোট ২৩৩ জন নির্বাচিত সদস্য এবং ১২ জন মনোনীত সদস্য। আর লোকসভার মোট ৫৪৩ জন নির্বাচিত সদস্য ও ২ জন মনোনীত সদস্য।
-
সাংসদের চিঠি তৃণমূল কংগ্রেসের তরফে!
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার কথা বলা হয়েছে দলের সাংসদের। এই মর্মে সাংসদের চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি পাঠানো হয়েছে। তবে কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন তাঁরা।
-
ভোটদান থেকে বিরত তৃণমূল কংগ্রেস
উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেটের নাম উত্থাপিত করার আগে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এই যুক্তি দেখিয়ে তারা ভোটদান থেকে বিরত থাকবেন বলে আগেই ঘোষণা করেছে। ২১-এর জনসভার পর বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সম্মেলনে করে ভোটদান থেকে বিরত থাকার কথা ঘোষণা করেন।
-
আলভার পাশে আপ, ডিএমকে
বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন জানাবে কংগ্রেস, এনসিপি, ডিএমকে, সিপিএম, সিপিআই, টিআরএস, এসপি, আরজেডি, জেএমএম, শিবসেনা (উদ্ধব ঠাকরে), আপ এবং একাধিক আঞ্চলিক দল।
-
ধনখড়কে সমর্থন বিএসপি, বিজেডির
উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপালকে সমর্থন করছে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে), বিজু জনতা দল, ওয়াইএসআরসিপি, এআইডিএমকে, আরএলজেপি, এডিএস, এনপিপি, এনপিএফ, এমএনএফ, এজেএসইউ, এনডিপিপি ও একাধিক আঞ্চলিক দল।
-
১০ টা থেকে শুরু ভোটগ্রহণ
সকাল ১০ থেকে শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫ টা অবধি চলবে ভোটদান। ভোট দেবেন সংসদের দুই কক্ষের সদস্যরা।
-
১৪ তম উপরাষ্ট্রপতিকে বেছে নেবেন সাংসদরা
১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচন আজ। আজকের নির্বাচন শেষে জানা যাবে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতির নাম। এই নির্বাচনে লড়াই হবে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার।
Published On - Aug 06,2022 7:30 AM