Video: বন্য হাতির সঙ্গে এ কি করলেন! গ্রেফতার ওড়িশার যুবক

Odisha man instigate wild elephant by pulling its tail: গ্রেফতার হলেন ওড়িশার এক যুবক। ওড়িশার আঙ্গুল জেলার এক গ্রামে ঢুকে পড়েছিল হাতিটি। গ্রামবাসীরা তাড়া করার সময়, ওই যুবক এমন কিছু করেছিলেন, যাতে খেপে গিয়েছিল বন্য হাতিটি। কী করেছিলেন, দেখুন ভিডিয়োতে।

Video: বন্য হাতির সঙ্গে এ কি করলেন! গ্রেফতার ওড়িশার যুবক
বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২-এর আওতায় গ্রেফতার দিনেশ সাহু Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 4:35 PM

ভুবনেশ্বর: বন্য হাতির লেজ ধরে টানাটানি করে গ্রেফতার হলেন ওড়িশার এক যুবক। ওড়িশার আঙ্গুল জেলায় হাতিটিকে তাড়া করার সময়, ওই যুবক বন্য হাতিটির লেজ ধরে টানাটানি করেছিল। আর সেই কারণেই খেপে গিয়ে হাতিটি সেখানে উপস্থিত অন্যান্যদের উপর হামলা চালায়। এমনটাই জানিয়েছে, ওড়িশা বন বিভাগ। সেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বন বিভাগের বেশ কয়েকজন কর্তা এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ওই ভাইরাল ভিডিয়োটির ভিত্তিতেই, বন্য প্রাণীকে আক্রমণ করার দায়ে ২৪ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওড়িশা বন বিভাগের এক কর্তা।

ওড়িশা বনবিভাগ জানিয়েছে, ওই যুবকের নাম দিনেশ সাহু। তালচর ফরেস্ট রেঞ্জ সংলগ্ন কুলাড় গ্রামে থাকে সে। গত রবিবার বন থেকে বেরিয়ে কুলাড় গ্রামে চলে এসেছিল দাঁতাল হাতিটি। এরপর, তাকে তাড়া করে স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে দিনেশ সাহুও ছিল। হাতিটিকে তাড়া করার সময়, আচমকাই সে হাতিটির লেজ ধরে টেন মারে। ২০ সেকেন্ডের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ওই যুবক হাচতিটির লেজ ধরে টান মারার পরই, সে ঘুরে দাঁড়িয়ে সেখানে উপস্থিত গ্রামবাসীদের দিকে তেড়ে যায়। বন বিভাগের কর্তারা জানিয়েছেন, হাতিটিকে উত্যক্ত করার কারণেই সে মানুষের দিকে ধেয়ে গিয়েছিল।

রবিবারের ওই ঘটনার পরই, আইএফএস অফইসার তথা প্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণ) সুশান্ত নন্দ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ২০ সেকেন্ডের এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন। সঙ্গে তিনি লেখেন, বন্যপ্রাণীদের উপর অত্যাচারের বিষয়ে আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে। হয় হাতিটি আপনাকে পদদলিত করবে অথবা আমাদের আইন আপনাকে পদদলিত করবে।” বনবিভাগ আরও জানিয়েছিল, যে হাতিটির লেজ ধরে টেনেছে, তার সম্পর্কে কেউ তথ্য দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এরপরই, বুধবার দিনেশ সাহুকে গ্রেফতার করা হয় এবং বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। প্রসঙ্গত এই আইন অনুযায়ী, বন্য প্রাণীদের উত্যক্ত করার অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তার তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে।