Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: একেবারে চাঙ্গা, কোর্টে বাস্কেটবল খেলছেন সাধ্বী প্রজ্ঞা

ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে সেই কোর্টে রয়েছেন বিজেপির স্থানীয় নেতারা।

ভিডিয়ো: একেবারে চাঙ্গা, কোর্টে বাস্কেটবল খেলছেন সাধ্বী প্রজ্ঞা
ছবি - টুইটার
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 1:19 PM

নয়া দিল্লি: কয়েকদিন আগেও হুইলচেয়ারে দেখা গিয়েছিল বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে (Pragya Sing Thakur)। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। কিন্তু সাধ্বী প্রজ্ঞা এখন একেবারে সুস্থ। সুকৌশলী খেলোয়াড়ের মতো তাঁকে দেখা গেল বাস্কেটবল খেলতে। একেবারে কোর্টে নেমে বল নাচাতে নাচাতে পয়েন্ট ছিনিয়ে নিলেন সাধ্বী প্রজ্ঞা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে সেই কোর্টে রয়েছেন বিজেপির স্থানীয় নেতারা। শুক্রবার শক্তিনগর বাস্কেটবল কোর্টে গিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল তাঁর। সেখানেই বাস্কেটবল খেলতে চান সাধ্বী প্রজ্ঞা। গত মার্চে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন তিনি। তখন একমাসেই দ্বিতীয় বারের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

বাস্কেটবল খেলার ভিডিয়ো দেখে কংগ্রেস নেতা নরেন্দ্র সলুজা জানিয়েছেন, সম্প্রতি প্রজ্ঞা ঠাকুরকে হুইলচেয়ারে দেখেছিলেন তিনি। এখন বাস্কেটবল খেলতে দেখে অত্যন্ত খুশি। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্যও কামনা করেছেন নরেন্দ্র। মার্চের আগে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ সেই শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রজ্ঞা সিং ঠাকুরকে। তারপরই হঠাৎ বাস্কেটবল খেলার ভিডিয়ো নেটমাধ্যমে আসায় তা নিয়ে উৎসাহ নেটিজ়েনদের মধ্যে।

উল্লেখ্য, ২০০৮ সালের মলেগাও বম্বিং মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর। ওই ঘটনায় ১০ জন প্রা হারিয়েছিলেন। যদিও এনআইএ ২০১৭ সালে তাঁকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছে। এরপর ২০১৯ সালে ভোপাল লোকসভায় জিতে সাংসদ হয়েছেন তিনি। সেখানে কংগ্রেস প্রার্থী দিগবিজয় সিংকে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারিয়েছেন প্রজ্ঞা।

আরও পড়ুন: খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা, ‘যুগান্তকারী পদক্ষেপ’ কেন্দ্রের

TV9 EXCLUSIVE

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?