VIDEO: প্রধানমন্ত্রীকে দেখতে ইলেকট্রিক পোলের উপর যুবতী, দেখতে পেয়ে কী করলেন মোদী…

মোদীকে দেখতে তিনি উঠে যান জনসভার লাইটের পোলে। লাইটের পোলে ওই মহিলার উঠে বসে থাকা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। তিনি জনসভার বক্তৃতা থামিয়েই ওই যুবতীকে নেমে আসতে বলেন। প্রধানমন্ত্রী ওই যুবতীকে উদ্দেশ করে বলেন, লাইটের পোলে ওঠার জন্য কী দুর্ঘটনা ঘটতে পারে। তার পর তাকে নম্রভাবে নেমে আসতে বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে তার পর পোল থেকে নেমে যান ওই যুবতী।

VIDEO: প্রধানমন্ত্রীকে দেখতে ইলেকট্রিক পোলের উপর যুবতী, দেখতে পেয়ে কী করলেন মোদী...
মোদীকে দেখতে ইলেক্ট্রক্যাল পোলে যুবতীImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 9:55 PM

হায়দরাবাদ: ৩০ নভেম্বর তেলঙ্গানায় হবে বিধানসভা নির্বাচন। শনিবার হায়দরাবাদে একটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভায় হয়েছিল উপচে পড়া ভিড়। জনসভায় গিয়ে প্রধানমন্ত্রীকে ভালভাবে দেখতে পাচ্ছিলেন না এক যুবতী। মোদীকে দেখতে তিনি উঠে যান জনসভার লাইটের পোলে। লাইটের পোলে ওই মহিলার উঠে বসে থাকা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। তিনি জনসভার বক্তৃতা থামিয়েই ওই যুবতীকে নেমে আসতে বলেন। প্রধানমন্ত্রী ওই যুবতীকে উদ্দেশ করে বলেন, লাইটের পোলে ওঠার জন্য কী দুর্ঘটনা ঘটতে পারে। তার পর তাকে নম্রভাবে নেমে আসতে বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে তার পর পোল থেকে নেমে যান ওই যুবতী। এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই।

এএনআই-এর শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, হায়দরাবাদের জনসভায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী। তখনই এক যুবতী জনসভায় লাগানো লাইটের পোলে উঠতে শুরু করল। যুবতী ওঠার সময়ই তা দেখতে পান মোদী। সঙ্গে সঙ্গে তিনি বলেন, “বেটা নীচে আও। দেখিয়ে চোট পৌঁছেগি। বেটা ইয়ে আচ্ছা নেহি হ্যায়। হাম আপকে সাথ হ্যায়। প্লিজ আপ নীচে আইয়ে বেটা। ম্যায় আপকি বাত শুনুঙ্গা। তার কী হালত ঠিক নেহি হ্যায়। শর্ট সার্কিট হ্যায়। আপ নীচে আইয়ে। ইয়ে ঠিক নেহি হ্যায়। অ্যায়সা করনে সে লাভ নেহি হোগা। হাম আপকে বাত শুননে কি লিয়ে আয়া হু।” অর্থাৎ বার বার যুবতীকে নীচে আসার অনুরোধ করেছেন মোদী। পোলে উঠে বৈদ্যুতিক শক খাওয়ার আশঙ্কাও করেছেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রীর বারণ না শুনে পোলে উঠলেও। পোলে ওঠার পর অবশ্য মোদীর অনুরোধে পোল থেকে নীচে নেমে আসেন ওই যুবতী।

হায়দরাবাদের সেকেনদরাবাদে মোদীর সভার আয়োজন করেছিল মাদিগা রিজার্ভেশন পোরাতা সমিতি। মাদিগা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি করে এই সংস্থা। তেলঙ্গানায় মাদিগাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণাও শনিবারের জনসভা থেকে করেছেন মোদী। তাঁদের প্রতি অন্যান্য রাজনৈতিক দল যে ‘পাপ’ করেছে, তার জন্য ক্ষমাও চেয়েছেন মোদী। এই সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি।