Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: ‘এক সেকেন্ডে জঙ্গি ঘোষণা করব’, শিক্ষককে হুমকি পুুলিশের

Bihar Cop: জানা গিয়েছে, বিহারের জামুই থানায় একটি সমস্যার সমাধানের জন্য দিন কয়েক আগে গিয়েছিলেন এক শিক্ষক। নিজের পরিবারের লোকেদের নিয়ে গিয়েছিলেন তিনি। সে সময়ই ওই শিক্ষকের উপর রুষ্ট হন রাজেশ শরণ নামের এক পুলিশ কর্মী। তার পরই হুমকি দেন তিনি।

ভিডিয়ো: ‘এক সেকেন্ডে জঙ্গি ঘোষণা করব’, শিক্ষককে হুমকি পুুলিশের
হুমকি দিচ্ছেন পুলিশ কর্মী।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 1:15 PM

পটনা: সমস্যার সমাধানের আশায় থানায় এসেছিলেন এক শিক্ষক। থানায় এসে সাহায্য পাওয়ার বদলে পুলিশি হুমকির মুখে পড়তে হল তাঁকে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে পুলিশ কর্মীর আচরণের নিন্দায় সরব নেটিজেনরা। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় অভিযুক্ত পুলিশ কর্মীকে হুমকি দিতে শোনা যাচ্ছে, “এক সেকেন্ডে আপনাকে জঙ্গি ঘোষণা করে দেব।” বিহারে দিন কয়েক আগে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিহারের জামুই থানার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে এক শিক্ষককে এই হুমকি দিতে শোনা গিয়েছে। এই থানা বিহারের রাজধানী পটনা থেকে মাত্র ১৬৫ দূরে অবস্থিত।

জানা গিয়েছে, বিহারের জামুই থানায় একটি সমস্যার সমাধানের জন্য দিন কয়েক আগে গিয়েছিলেন এক শিক্ষক। নিজের পরিবারের লোকেদের নিয়ে গিয়েছিলেন তিনি। সে সময়ই ওই শিক্ষকের উপর রুষ্ট হন রাজেশ শরণ নামের এক পুলিশ কর্মী। তার পরই হুমকি দেন তিনি। ভিডিয়োয় শোনা যাচ্ছে, ওই পুলিশ কর্মী ওই শিক্ষককে বলছেন, “লোকেদের জঙ্গি ঘোষণা করা আমাদের কাজ। এক সেকেন্ডে আপনাকে জঙ্গি ঘোষণা করে দেব।” সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই শিক্ষককে নাগাড়ে শাসিয়ে যাচ্ছেন অভিযুক্ত পুলিশ কর্মী। সে সময় আশাপাশে অন্য পুলিশ কর্মীদেরও দেখা যাচ্ছেে। কিন্তু কেউ হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ।

হুমকির ঘটনা সামনে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই শিক্ষক থানায় ঢুকে তাঁর নাম ধরে ডাকছিলেন। সে জন্যই মেজাজ হারিয়ে এ কথা বলেছেন তিনি। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে জামুই থানার পুলিশ।