Amit Shah: বাদল অধিবেশনের ঠিক আগে ফাঁস ভাইরাল ভিডিয়ো, মনে হচ্ছে ষড়যন্ত্র: অমিত শাহ
Amit Shah Manipur Viral: মণিপুরের হিংসা রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) তা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, ওই দুই মহিলাকে হেনস্থা করার ভিডিয়ো-সহ মণিপুরের মোট সাতটি ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইকে।
নয়া দিল্লি: মণিপুর নিয়ে আলোচনার দাবিতে কার্যত অচলাবস্থা চলছে সংসদে। বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিন, হিংসাধ্বস্ত মণিপুরে দুই মহিলাকে যৌন হেনস্থা করার এক ন্যক্কারজনক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যে ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছে গোটা দেশ, ক্ষোভ তৈরি হয়েছে সর্বস্তরের মানুষের মনে। বাদল অদইবেশনের ঠিক আগের দিন ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে, মোদী সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রাথমিকভাবে এমনটই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। তিনি আরও জানিয়েছেন, আরও দুটি ভাইরাল ভিডিয়োর বিষয়ে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। মণিপুরের পরিস্থিতি আরও খারাপ করার উদ্দেশ্যে ওই ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। ২০২২ সালে মায়ানমারের কিছু ঘটনার ভিডিয়ো, মণিপুরের বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
মণিপুরের হিংসা রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) তা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, ওই দুই মহিলাকে হেনস্থা করার ভিডিয়ো-সহ মণিপুরের মোট সাতটি ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআইকে। শীর্ষ আদালতের কাছে এই মামলাগুলির বিচার, রাজ্যের বাইরে অন্যত্র করার জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহ বলেন, “আমরা চাই, নিরপেক্ষতার স্বার্থে, এই মামলাগুলির বিচার মণিপুর রাজ্যের বাইরে হোক।” শাহ আরও জানান, সাতটি মামলার সিবিআই তদন্তের পাশাপাশি, মণিপুরের আরও তিনটি মামলার তদন্ত করছে জাতীয় তদন্ত সংস্থার বা এনআইএ।
অমিত শাহ দাবি করেছেন, ভাইরাল ভিডিয়োটিতে মহিলাদের নির্যাতনের যে ছবি ধরা পড়েছে, সেই ঘটনা সম্পর্কে তাঁর কাছে বা গোয়েন্দা সংস্থাগুলির কাছে কোনও খবর ছিল না। নাহলে আগেই ব্যবস্থা নেওয়া হত। তিনি আরও দাবি করেছেন, ৪ মে ওই ঘটনার সময় ঘটনাস্থলে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীর কোনও সদস্য উপস্থিত ছিলেন না। যদিও নির্যাতিতাদের একজন অভিযোগ করেছিলেন, পুলিশই তাঁদেরকে উন্মত্ত জনতার হাতে তুলে দিয়েছিল। ওই ঘটনার দৃশ্য যিনি ক্যামেরা বন্দি করেছিলেন, তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। যিনি ভিডিয়োটি আপলোড করেছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়েছে। অমিত শাহ আরও জানিয়েছেন, মণিপুরে গত ৩ মে থেকে রাজ্য পুলিশ অন্তত ৬,০৬৫টি এফআইআর দায়ের করেছে। এফআইআরগুলিতে যে দোষীদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী।
রাজ্যে শান্তি ফেরানোর উদ্যোগের বিষয়ে শাহ জানান, ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং প্রতিদিনের রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সঙ্গে আলাদা আলাদা ভাবে অন্তত ১০-১২ দফা আলোচনা হয়েছে। রাজ্য সরকারী কর্মচারীদের প্রায় ৭২ শতাংশ কাজে যোগ দিয়েছেন। স্কুলে ফিরে এসেছে ৮২ শতাংশ শিক্ষার্থী। সম্প্রতি, রাজ্যে কেন্দ্রীয় এবং রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষাও নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণেই আছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আশা শিগগিরই রাজ্যে শান্তি ফিরে আসবে। তিনি আরও জানিয়েছেন, মণিপুরের বিষয়ে ক্রমাগত স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে খবরাখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। অমিত শাহের সঙ্গে দিনে অন্তত তিনবার কথা বলছেন তিনি।