Staple Visa: অরুণাচলের দাবিতে ‘স্টেপল ভিসা’র কৌশলী চাল, শেষ মুহূর্তে চিন যাত্রা বাতিল ভারতীয় খেলোয়াড়দের
China issues stapled visa to Arunachal players: বিমানবন্দরে সিকিওরিটি ক্লিয়ারেন্স পেরিয়ে যাওয়ার পরও, চিনে উড়ে যাওয়া হল না অরুণাচল প্রদেশের ওই তিন মহিলা ক্রীড়াবিদের। বিমানবন্দর থেকেই তাঁদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। ভারত-চিনের দ্বন্দ্বের এই নয়া পর্বের মূলে রয়েছে ক্রীড়াবিদদের ভিসা প্রদান।
ইটানগর ও নয়া দিল্লি: বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসকেও কূটনৈতিক দ্বন্দ্বে পরিণত করল চিন। গভীর রাতে ঘটে গেল চূড়ান্ত নাটক। বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নেওয়ার জন্য শুক্রবার (২৮ জুলাই) ভোররাতেই চিনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ভারতের মার্শাল আর্ট দলের। সেই দলে ছিলেন অরুণাচল প্রদেশের তিন মহিলা ক্রীড়াবিদ। আর এই তিন ক্রীড়াবিদকে কেন্দ্র করেই ঘটল যাবতীয় ঘটনা। যার জেরে, বিমানবন্দরে সিকিওরিটি ক্লিয়ারেন্স পেরিয়ে যাওয়ার পরও, চিনে উড়ে যাওয়া হল না অরুণাচল প্রদেশের ওই তিন মহিলা ক্রীড়াবিদের। বিমানবন্দর থেকেই তাঁদের ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। ভারত-চিনের দ্বন্দ্বের এই নয়া পর্বের মূলে রয়েছে ক্রীড়াবিদদের ভিসা প্রদান।
চিনের চেংদু শহরে ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস। বিশ্বের ১৫০টিরও বেশি দেশের বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়াবিদরা এই গেমসে অংশ নিচ্ছেন। ভারত থেকে যাচ্ছে ২২৭ জন ক্রীড়াবিদের দল। অধিকাংশ ক্রীড়াবিদ আগের রাতেই চলে গেলেও, অরুণাচলের ওই তিন খেলোয়াড় তাঁদের সঙ্গে যেতে পারেননি। তাদের ভিসা দিতে দেরি করেছে বেজিং। তাই, শুক্রবার ভোরে তাঁদের চিনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু, এরপরই শুরু হয় নাটক। একেবারে শেষ মুহূর্তে চিন সরকার তাঁদের ভিসা পাঠালে দেখা যায়, চিনা কর্তৃপক্ষ অরুণাচলের তিন ক্রীড়াবিদকে সাধারণ ভিসা দেওয়ার পরিবর্তে স্টেপলড ভিসা দিয়েছে। এরপরই অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের চিনে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যেই চিনা কর্তৃপক্ষের কাছে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে ভারত। তিনি বলেছেন, চিনে একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে যাওয়া কয়েকজন ভারতীয় নাগরিককে স্টেপল ভিসা দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং আমরা চিনের কাছে দৃঢ় প্রতিবাদ জানিয়েছি। এই বিষয়ে ধারাবাহিকভাবে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। ভারতের এই ধরনের পদক্ষেপের উপযুক্তভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে।”
জানা গিয়েছে, ওই তিন ক্রীড়াবিদকে নিয়ে শুক্রবার ভোর ১টা বেজে ৫ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো বিমানবন্দরে এসে যাবতীয় নিরাপত্তাজনিত প্রক্রিয়াও করে ফেলেছিলেন অরুণাচলের ওই তিন মহিলা খেলোয়াড়। একেবারে শেষ মুহূর্তে সরকারি নির্দেশ এসে পৌঁছয় তাদের কাছে। ভোর ৬টা নাগাদ বাড়ি ফিরে আসেন ওই ক্রীড়াবিদরা। তবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের বাসিন্দাদের এর আগেও স্টেপল ভিসা দিয়েছে বেজিং। বস্তুত, ওই ভিসা দেওয়া নিয়ে অতীতেও ভারত-চিন সম্পর্কের উত্তেজনা বেড়েছে। আসলে অরুণাচল প্রদেশ তাদেরই জায়গা বলে বারবার দাবি জানায় বেজিং। এর আগে, অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করে, ভারতের এই প্রদেশটির বিভিন্ন এলাকার চিনা নামকরণও করেছিল তারা। এবার, সুচতুরভাবে ভিসা প্রদজানের মাধ্যমে সেই দাবিই ফের তুলে ধরল তারা।
সাধারণ ভিসার ক্ষেত্রে, আবেদনকারীর পাসপোর্টেই স্ট্যাম্প মেরে দেওয়া হয়। আর স্টেপলড ভিসার ক্ষেত্রে পাসপোর্টে স্ট্যাম্প লাগানোর পরিবর্তে একটি কাগজ জুড়ে দেওয়া হয়। সাধারণত বন্ধুভাবাপন্ন দেশগুলির মধ্যে এই ধরণের ভিসা দেওয়া হয়। অতীতে চিন ও ভিয়েতনামের নাগরিকদের এই ধরনের ভিসা দিত কিউবা, ইরান, সিরিয়া, নর্থ কোরিয়ার মতো দেশ। এবার স্টেপল ভিসাকে, ভারতে তাদের সম্প্রসারণবাদ নীতির অংশ করে তুলল চিনা কর্তৃপক্ষ। প্রতিবাদে এই গেমস থেকে ভারত দল তুলে নিতে পারে বলেও শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত, এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।