Uttar Pradesh: আইনি নথিতে মৃতা মহিলার আঙুলের ছাপ! এতটা অমানবিক হতে পারে মানুষ, দেখুন
Man takes thumb impression of dead woman: আইনি নথিতে একজন মৃত মহিলার বুড়ো আঙুলের ছাপ নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।
লখনউ: অমানবিক ছাড়া এই ঘটনাকে আর কিছু বলা যায় না। অর্থ বা সম্পত্তির লোভ যে মানুষকে কতটা নীচে নামিয়ে নিয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। এক মহিলার মৃত্যুর পর, তাঁর উইল বা ইচ্ছাপত্রে কারচুপি করার জন্য, ওই মৃতা মহিলার আঙুলের ছাপ নিতে দেখা গেল তাঁর আত্মীয়দের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তারপরই এই ঘটনা নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে।
৪৫ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ির ভিতর অসহায়ভাবে পড়ে আছে মৃতার দেহ। এক হাত রয়েছে বুকের উপর, অপর হাতটি ঝুলে পড়েছে পাশে, মুখটা সামান্য হাঁ হয়ে আছে। এই অবস্থায়, এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, জোর করে মৃতা মহিলার বুড়ো আঙুলে কালি লাগিয়ে একের পর এক আইনি নথিতে তাঁর আঙুলের ছাপ নিতে। পাশ থেকে আরেক ব্যক্তি তাঁকে পরামর্শ দিচ্ছেন। একটি নথিতে আঙুলের ছাপ লাগানোর পর, ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ইসপে লাগা লে’ (এতেও লাগিয়ে নাও)। আঙুলের ছাপ নেওয়ার পর নেহাত অবহেলায় মৃতা মহিলার হাত ছেড়ে দেন তাঁরা। হাতটি সসম্মানে তাঁর বুকের উপর রাখার প্রয়োজনও বোধ করেননি এই অর্থপিপাসুরা।
नीचता की पराकाष्ठा देखिये वीडियो आगरा के सेवला जाट का बताया जा रहा है जिसमें एक मृतक वृद्धा से उनकी सम्पतियाँ लेने के लिए उनके शव से अंगूठा लगवाया जा रहा है इन अमानवीय लोगों का सामाजिक बहिष्कार होना चाहिए@myogiadityanathजी@Uppolice @dgpup@agrapolice @adgzoneagra संज्ञान लीजिये pic.twitter.com/r87ZXWSAwC
— Roli Tiwari Mishra सनातनी डॉ रोली तिवारी मिश्रा (@RoliTiwariMish1) April 10, 2023
স্থানীয় সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধা মহিলা বাড়িতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্ভবত, সেখানেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার অজুহাতে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তারপর মাঝরাস্তায় চলে প্রতারণামূলকভাবে মহিলার আঙুলের ছাপ নেওয়া। তবে ওই ব্যক্তির সঙ্গে মহিলার কী সম্পর্ক, তা জানা যায়নি।
অস্বস্তিকর এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, নেটিজেনরা একযোগে ওই ব্যক্তির সমালোচনা করেছেন। মৃত মহিলার জন্য ন্যায়বিচার দাবি করেছেন। বেশ কয়েকজন ভিডিয়োটি রিপোস্ট করে উত্তর প্রদেশের যোগী সরকারের কাছে, এই ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ অভিযুক্ত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বানও করেছেন।