Asaduddin Owaisi: ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে প্রচারের ফাঁকেই জিম, ফিটনেস সচেতন ওয়াইসির আত্মপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় আসাদুদ্দিনকে দেখা যাচ্ছে জিমের মধ্যে। জিমে ব্যায়াম করতে দেখা যাচ্ছে তাঁকে। শারীরিক কসরত করতে গিয়ে রীতিমতো ঘেমে গিয়েছেন হায়দরাবাদের সাংসদ।

Asaduddin Owaisi: ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে প্রচারের ফাঁকেই জিম, ফিটনেস সচেতন ওয়াইসির আত্মপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়
জিমে কসরত আসাদুদ্দিনের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 5:27 PM

ঔরঙ্গাবাদ: অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বিভিন্ন কারণে থাকেন খবরের শিরোনামে। হায়দরাবাদের এই সাংসদ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। পাশাপাশি বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে সমালোচনা হজম করতে হয়েছে তাঁকে। সেই ওয়াইসি ফের খবরের শিরোনামে। তবে সম্পূর্ণ ভিন্ন কারণে।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় আসাদুদ্দিনকে দেখা যাচ্ছে জিমের মধ্যে। জিমে ব্যায়াম করতে দেখা যাচ্ছে তাঁকে। শারীরিক কসরত করতে গিয়ে রীতিমতো ঘেমে গিয়েছেন হায়দরাবাদের সাংসদ। তবুও তা করে চলেছেন তিনি। তাঁর কাছে এক জিম প্রশিক্ষককেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে রাজনীতির পাশাপাশি আসাদুদ্দিনের ফিটনেস সচেতনতার বিষয়টি উঠে এসেছে। ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-এর বিরুদ্ধে প্রচারে নেমেছেন ওয়াইসি। সেই কাজেই তিনি গিয়েছেন মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে। সেখানে রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যে সময় বের করে জিম করেছেন। সেই ভিডিয়ো এখন ভাইরাল।