Foreign Currency: ভিডিয়ো: বইয়ের পাতা উল্টাতেই ৯০ হাজার মার্কিন ডলার! উদ্ধার বিমানবন্দরে

Mumbai Airport: অফিসাররা বই উল্টে দেখেন, বইয়ের ভিতর কয়েক পাতা অন্তরই লুকনো রয়েছে মার্কিন ডলার।

Foreign Currency: ভিডিয়ো: বইয়ের পাতা উল্টাতেই ৯০ হাজার মার্কিন ডলার! উদ্ধার বিমানবন্দরে
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 1:38 PM

মুম্বই: এক দেশ থেকে অন্য দেশে নগদ টাকা, সোনার গয়না এ সব নিয়ে আসার পরিমাণে কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু সেই নিয়ম ভেঙে নগদ টাকা আনতে গিয়ে আন্তর্জাতিক উড়ানের অনেক বিমানযাত্রীই বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। সম্প্রতি এক বিদেশি এ রকম অসাধু উপায় অবলম্বন করেই ধরা পড়েছেন ভারতে। মুম্বই বিমানবন্দরে এসেছিলেন ওই বিদেশি। তাঁর সঙ্গে ছিল বেশ কয়েকটি বই। কিন্তু বইয়ের আড়ালেই তিনি ভারতে আনছিলেন প্রচুর নগদ টাকা। ওই বিদেশি বিমানবন্দরে নামার পর শুল্ক দফতরের অফিসাররা পরীক্ষা শুরু করেন। কিন্তু কিছুই মেলেনি। তখন অফিসাররা বিদেশির কাছে থাকা বই দেখতে চান। বইয়ের পাতা উল্টাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অফিসারদের। তাঁরা দেখেন বইয়ের পাতার খাঁজে রয়েছে টাকা।

অফিসাররা বই উল্টে দেখেন, বইয়ের ভিতর কয়েক পাতা অন্তরই লুকনো রয়েছে মার্কিন ডলার। ওই বিদেশির কাছে থাকা একাদিক বইয়ের মধ্যে থেকে প্রায় ৯০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৪ লক্ষ টাকা।

এক দিন আগেই জয়পুর বিমানবন্দরে দুই যাত্রীর কাছে সোনার পেস্ট উদ্ধার হয়েছিল। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ টাকা। ধৃতদের মধ্যে এক জন শারজা থেকে এসেছিলেন। তাঁর কাছ থেকে ৩৮০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়েছিল। তাঁর প্যান্টের নীচের দিকে তা লোকানো ছিল। যার দাম প্রায় ২২ লক্ষ টাকা। অপর ধৃতের কাছ থেকে ৫৭৬ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। ওই ব্যক্তি রিয়াধ থেকে শারজা হয়ে ভারতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। একই দিনে তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দরে ৯ হাজার ৬০০ ডলার বিদেশি মুদ্রা সমেত গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। বিমানে চড়ার আগেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।