Holi 2023: ভিডিয়ো: হোলি নিয়ে বিজ্ঞাপন করায় ম্যাট্রিমনিয়াল সাইটকে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়

Viral Video: হোলির দিনে মহিলাদের উপর হেনস্থার ছবি তুলে ধরল একটি ম্যাট্রিমোনিয়াল সাইট। এই ভিডিয়ো ঘিরেই সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড ওঠে।

Holi 2023: ভিডিয়ো: হোলি নিয়ে বিজ্ঞাপন করায় ম্যাট্রিমনিয়াল সাইটকে বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 9:17 PM

নয়া দিল্লি: এই বছর একই দিনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day) ও হোলি (Holi)। একদিকে রঙের উৎসবে মেতেছেন গোটা দেশ। রং বেরঙের আবিরে রাঙিয়েছেন নিজেদের। অন্যদিকে উদযাপিত হয়েছে নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়নও। বর্তমান যুগে অনেকেই ঘরে-বাইরে দশভুজা হয়ে উঠলেও অন্ধকারে রয়েছেন বহু নারীই। এখনও নারী নির্যাতনের ঘটনা সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। কোনও নিপীড়িত মহিলার চোখের জলে বালিশ ভেজে এখনও। কোনও ক্ষত প্রকাশ্যে আসে। বেশিরভাগই চড়া মেকআপের আড়ালে লুকিয়ে রেখে খুশি দেখানোর চেষ্টা করেন মহিলাই। স্টিরিওটাইপের বেড়াজাল ভেঙে প্রতিবাদ করার সাহস অনেক মহিলাই পান না। এবং দিনের পর দিন দাঁতে দাঁত চেপে নির্যাতন, নিপীড়ন সহ্য করে যান তাঁরা। আর এই হোলিতে নারী নির্যাতনের কথা একটি ভিডিয়ো বার্তায় তুলে ধরেছে একট জনপ্রিয় ম্যাট্রিমোনিয়াল সাইট। আর সেই ভিডিয়ো নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। এই ভিডিয়ো বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ডিং হয়েছে #Boycott*****। তারপর ভিডিয়োটি মুছে ফেলে পুনরায় অন্য ক্যাপশনে ভিডিয়োটি পোস্ট করে এই সংস্থা।

কী বার্তা দেওয়া হয়েছে ভিডিয়োয়?

হোলিতে আবির খেলার অছিলায় অনেক সময় হেনস্থার স্বীকার হন মহিলারা। আর সেই হেনস্থার স্মৃতি পরবর্তীকালে তাঁদের হোলির উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই মহিলাদের জন্য নিরাপদ জায়গা তৈরির বার্তা দিয়েই একটি ভিডিয়ো পোস্ট করে এক ম্যাট্রিমোনিয়াল সাইট। ৭৫ সেকেন্ডের সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, “অনেক মহিলা হয়রানির শিকার হওয়ার কারণে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন। এই হোলিতে আসুন আমরা নারী দিবস উদযাপন করি এবং প্রতিদিন তাঁদের নিরাপদ রাখার উপায় বেছে নিই। #BeChoosy #Holi #Holi2023 #WomensDay”

ভিডিয়োতে দেখানো হয়েছে, বিভিন্ন রঙ মাখা এক মহিলার মুখ। আর তিনি সেই রং জল দিয়ে ফেলছেন। রং ধুয়ে ফেলতেই তাঁর মুখে ফুটে উঠছে নির্যাতনের চিহ্ন। আর তখন নীচে লেখা ভেসে উঠছে, “কিছু রং কখনও সহজে যায় না”।

এই ভিডিয়োই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আর তারপরেই নেটিজ়েনদের তোপের মুখে পড়ে এই সাইট ও তাদের ভিডিয়ো। মুহূর্তেই ট্রেন্ডিং হতে শুরু করে #Boycott। এক টুইটার ব্যবহারকারী সেই ভিডিয়োর লিখেছেন, “অনেক মহিলা ট্রেনে হেনস্থার শিকার হন, এটা কি ট্রেনের দোষ? তারা কি ট্রেনে যাওয়া বন্ধ করে দেয়? হেনস্থা খারাপ, আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে, অনুগ্রহ করে এই পবিত্র হোলিতে এটি টানবেন না।” আরেকজন লিখেছেন, “সামাজিক সচেতনতা প্রোগ্রাম চালানোর জন্য হিন্দু উৎসব হোলির দিনকে এইভাবে বেছে নেওয়ার জন্য ধিক্কার!”। এদিকে ব্যবহারকারীদের থেকে যেমন ভর্ৎসনাও পেয়েছেন সেরকম অনেকেই এই ভিডিয়োর স্বপক্ষে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, “ম্যাট্রিমনি এই উৎসবের আসল রং তুলে ধরেছেন…প্রায় এক তৃতীয়াংশ মহিলা যৌন হেনস্থার কারণে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন। তাহলে ৯০ শতাংশ মহিলা হয়ত যৌন হেনস্থার শিকার হয়েছেন…খুবই হতাশাজনক।” এই বিষয়টি সমাজের মধ্যে তুলে ধরার জন্য অনেকেই এই ম্যাট্রিমোনিয়াল সাইটকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই বয়কট ট্রেন্ডের পরই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছে সংস্থাটি। পরে অন্য ক্যাপশন দিয়ে ভিডিয়োটি পুনরায় পোস্ট করে সংস্থা।