Weather Forecast: কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা, আগামী ৫ দিন ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন প্রান্ত?
Weather Update: মৌসম ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নয়া দিল্লি: দেরিতে হলেও এসেছে বর্ষা, আর প্রবেশের পর থেকেই চলছে ভারী বৃষ্টির দাপট। বিগত কয়েকদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসছে দেশের একাধিক অংশ। মাসের শেষে এবার আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। জানানো হয়েছে, রাজস্থান, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, গোয়া, গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে।
মৌসম ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেহরাদুন সহ উত্তরাখণ্ডের একাধিক পার্বত্য অঞ্চলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে আটটি জেলায়। আগামী ৫ জুলাই অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভরা বর্ষায় আপাতত পার্বত্য এলাকাগুলিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যেতেই পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরাখণ্ড সরকারের তরফেও ভারী বৃষ্টির কারণে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্য়েই বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির কারণে হড়পা বান, ভূমিধস নেমেছে। উদ্ধারকাজের জন্য এসডিআরএফ, এনডিআরএফ বাহিনী নামানো হয়েছে। অমরনাথের রুটেও অতিরিক্ত এসডিআরএফ-এনডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল হিমাচল প্রদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩০ ও ৩১ জুন বজ্রপাত ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য প্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।