Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coal Scam: দিল্লি যেতে আপত্তি নেই, কিন্তু এখনই নয়… ১২ বার ইডির হাজিরা এড়ালেন মলয়

Moloy Ghatak: আজও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন না মলয় ঘটক। সূত্রের খবর, নিজের আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ই-মেল মারফত হাজিরা না দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি।

Coal Scam: দিল্লি যেতে আপত্তি নেই, কিন্তু এখনই নয়... ১২ বার ইডির হাজিরা এড়ালেন মলয়
মলয় ঘটকImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 4:40 PM

নয়া দিল্লি: কয়লাকাণ্ডের তদন্তে (Coal Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য বার বার দিল্লির প্রবর্তন ভবনে ইডির অফিসে ডেকে পাঠানো হচ্ছে বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। আর বার বার তিনি হাজিরা এড়াচ্ছেন। আজও ফের একবার ইডির হাজিরা এড়ালেন মলয়। সোমবার বেলা ১১টার মধ্যে রাজধানীতে প্রবর্তন ভবনে হাজিরা দেওয়ার জন্য মলয় ঘটককে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজও তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন না। সূত্রের খবর, নিজের আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ই-মেল মারফত হাজিরা না দেওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি।

কেন হাজিরা এড়ালেন মন্ত্রী?

সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। হাতে দু’সপ্তাহেরও কম সময় বাকি। গ্রাম বাংলার দখল কার হাতে থাকবে, তা নিয়ে ব্যস্ত সব শিবির। শাসক শিবির তৃণমূলের ব্যস্ততা তো আরও বেশি। মন্ত্রী মলয় ঘটক নিজেও দলীয় প্রার্থীদের জন্য পঞ্চায়েত ভোটে প্রচার ও অন্যান্য কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই কারণে এই মুহূর্তে তিনি দিল্লিতে প্রবর্তন ভবনে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারছেন না তিনি। সূত্রের খবর, ই-মেল মারফত ইডিকে সেই কথাই জানিয়েছেন তাঁর আইনজীবী।

ইডির দুয়ারে হাজিরার আশ্বাস মলয়ের

আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে যেতে না পারলেও, দিল্লি যাওয়ার বিষয়ে ইডিকে আশ্বস্ত করেছেন মলয় ঘটক। সূত্রের খবর, আইনজীবী মারফত পাঠানো ওই ই-মেলে তিনি জানিয়েছেন, বাংলায় পঞ্চায়েত ভোটের কাজকর্ম মিটে গেলে তিনি রাজধানীতে যাবেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন বলে খবর।

এর আগেও হাজিরা এড়িয়েছেন মন্ত্রী

কয়লা পাচার কাণ্ডে ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই আসরে নেমেছে। কয়লা পাচার মামলার তদন্তে অতীতে মলয় ঘটকের বাড়িতেও গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। ইডিও একাধিকবার তাঁকে তলব করেছিল। কিন্তু বার বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গত সপ্তাহেও একবার দিল্লিতে প্রবর্তন ভবনে ডাকা হয়েছিল মলয়বাবুকে। তখনও তিনি একই যুক্তি দিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি পঞ্চায়েত ভোটে ব্যস্ত। আর আজ আবারও সেই একই যুক্তি ইডিকে ই-মেল মারফত জানানো হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে এই নিয়ে ১২ বার হাজিরা এড়ালেন মন্ত্রী মলয়। এখন দেখার বার বার এই হাজিরা এড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করে।