Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi in Madhya Pradesh: বন্দে ভারত, আয়ুষ্মান ভারত, রক্তাল্পতা নির্মূল – ঠাসা কর্মসূচি নিয়ে মঙ্গলে মধ্য প্রদেশে প্রধানমন্ত্রী

Modi in Madhya Pradesh: মঙ্গলবারই (২৭ জুন), ভোটমুখী মধ্য প্রদেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবিধ প্রকল্পের উদ্বোধন ছাড়াও, রানী দুর্গাবতীকে সম্মাননা জ্ঞাপন, শাহদোল জেলার পাকারিয়া গ্রামের মানুষদের সঙ্গে আলাপচারিতা ও নৈশভোজ-সহ সারা দিনে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Modi in Madhya Pradesh: বন্দে ভারত, আয়ুষ্মান ভারত, রক্তাল্পতা নির্মূল - ঠাসা কর্মসূচি নিয়ে মঙ্গলে মধ্য প্রদেশে প্রধানমন্ত্রী
বন্দে ভারত এক্সপ্রেসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 5:12 PM

ভোপাল: বন্দে ভারত এক্সপ্রেস, রক্তাল্পতা দূরীকরণ অভিযান, আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ-সহ বিভিন্ন প্রকল্পের ডালি নিয়ে মধ্য প্রদেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই (২৭ জুন), ভোটমুখী মধ্য প্রদেশে পা পড়ছে তাঁর। বিবিধ প্রকল্পের উদ্বোধন ছাড়াও, রানি দুর্গাবতীকে সম্মাননা জ্ঞাপন, শাহদোল জেলার পাকারিয়া গ্রামের মানুষদের সঙ্গে আলাপচারিতা ও নৈশভোজ-সহ সারা দিনে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। চলতি বছরের শেষভাগেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা মধ্য প্রদেশে। তার আগে রাজ্যে প্রধানমন্ত্রীর এই একদিনের সফর, রাজনৈতিক এবং রাজ্যের উন্নয়নের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মধ্য প্রদেশ সফরের শুরুতেই সকাল সাড়ে দশটায়, ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশনে এক সরকারি অনুষ্ঠানে দেবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁর পাঁচ-পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখানোর কথা। এই পাঁচটি ট্রেন হল – রানি কমলাপতি-জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস, খাজুরাহো-ভোপাল-ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেস, মাড়গাঁও (গোয়া)-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস, ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং হাতিয়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস। প্রথম দুটি বন্দে ভারত এক্সপ্রেস মধ্য প্রদেশের জন্য। মাড়গাঁও (গোয়া)-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসটি গোয়ার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এবং হাতিয়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেসটি বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

ভোপালে রেলের অনুষ্ঠান শেষ করে শাহদোল জেলায় যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে বিকেল ৩টেয় এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে তাঁর ‘সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল অভিযান’-এর সূচনা করার কথা। উপযুক্ত ব্যক্তিদের তিনি ‘সিকেল সেল জেনেটিক স্ট্যাটাস কার্ড’ বিতরণ করবেন। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সিকেল সেল সংক্রান্ত রোগের প্রাদুর্ভাব ক্রমে বাড়ছে। এই অবস্থায়, ২০৪৭ সালের মধ্যে এই রোগ ভারত থেকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে ভারত সরকার। দেশের ১৭টি জেলার ২৭৮টি জেলায় বিশেষ নজর দেওয়া হবে।

এছাড়া, মধ্য প্রদেশে প্রায় ৩.৫৭ কোটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) কার্ড বিতরণ করা হবে। ওই অনুষ্ঠান থেকে এই প্রকল্পেরও সূচনা করবেন মোদী। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে গন্ডোয়ানা প্রদেশের শাসক ছিলেন রানি দুর্গাবতী। তাঁর বীরত্ব ও আত্মত্যাগকে নয়া প্রজন্মের মধ্যে তুলে ধরতে ‘রানি দুর্গাবতী গৌরব যাত্রা’র আয়োজন করেছিল মধ্য প্রদেশ সরকার। মঙ্গলবার এই যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

এরপর শাহদোল জেলারই পাকারিয়া গ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানকার বিভিন্ন অংশের মানুষদের সঙ্গে মত বিনিময় করার কথা তাঁর। আদিবাসী সম্প্রদায়ের নেতা, স্বনির্ভর গোষ্ঠীর নেতা, পঞ্চায়েত কমিটির নেতা, এমনকি, গ্রামের ফুটবল ক্লাবগুলির অধিনায়কদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এমনই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। শুধু তাই নয়, রাতে স্থানীয় আদিবাসী ও লোক শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করবেন তিনি। সেই সঙ্গে গ্রামে মানুষদের সঙ্গে সেখানেই নৈশভোজ করবেন।

চলতি বছরের নভেম্বরের আগেই মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে, প্রধানমন্ত্রীর এই সরকারি এবং জনসংযোগমূলক কর্মসূচিতে ঠাসা সফর, রাজ্যে নির্বাচনের দামামা বাজিয়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।