বাংলার কয়লা কেলেঙ্কারি নিয়ে তৎপর রাজ্যপাল, কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনয় মিশ্র ইস্যু ওঠার সম্ভাবনা
দিল্লিতে রয়েছেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। বুধবার সকালেই ১১ আকবর রোড কেন্দ্রীয় সংসদীয় ও কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর (Pralhad Joshi) বাড়িতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
নয়া দিল্লি: দিল্লিতে রয়েছেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। বুধবার সকালেই ১১ আকবর রোড কেন্দ্রীয় সংসদীয় ও কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর (Pralhad Joshi) বাড়িতে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ৯.৪০ মিনিট থেকে বৈঠক শুরু হয়েছে। বাংলায় কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান তথা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের যোগ-সহ একাধিক ইস্যুতে আলোচনা চলছে বলে সূত্রের খবর। বিশ্লেষকরা বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কয়লা কেলেঙ্কারির তদন্ত নিয়েও তৎপর রাজ্যপাল। এরপর পর্যচন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল। যান বঙ্গ ভবনেও।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন রাজ্যপাল। থাকবেন তিন দিন। কর্মসূচি প্রকাশ করেননি। তবে শোনা যাচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হতে পারে। যাওয়ার আগে অবশ্য ফের একবার পত্রবোমা ছুড়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।
মঙ্গলবারই মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, “স্বাধীনতার পর থেকে রাজ্যে এমন সন্ত্রাস হয়নি। নারীদের ওপর অত্যাচার হচ্ছে। রাজ্যের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বারবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নীরব।” তাঁর বক্তব্য, হিংসা নিয়ে অবিলম্বে মন্ত্রিসভায় আলোচনা করতে হবে, হিংসা বন্ধে ব্যর্থতার জন্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সিবিআই দফতরে মুখ্যমন্ত্রীর ধরনার নিন্দাতেও সরব হয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন: ‘আঙ্কেলজি, দয়া করে আর ফিরবেন না…’, রাজ্যপালের দিল্লি সফরকে খোঁচা তৃণমূল সাংসদের
আগামী তিন দিন দিল্লির দিকে তাকিয়ে থাকবে কলকাতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যপালের পরবর্তী পদক্ষেপের ওপর বঙ্গ রাজনীতির গতিপ্রকৃতি নির্ভর করছে।