Corona Cases Lockdown News: বাংলায় ক্রমশ কমছে সংক্রমণের গ্রাফ, দৈনিক আক্রান্ত ৩ হাজারের সামান্য বেশি, মৃত ৬৯

| Edited By: | Updated on: Jun 17, 2021 | 12:46 AM

দেশে সক্রিয় রোগীর সংখ্যা নয় লক্ষেরও কম। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা টিকা পেয়েছেন

Corona Cases Lockdown News: বাংলায় ক্রমশ কমছে সংক্রমণের গ্রাফ, দৈনিক আক্রান্ত ৩ হাজারের সামান্য বেশি, মৃত ৬৯
শ্রীনগরে পথচলতি এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি:PTI

দেশে ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। অন্যদিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২। এখনও অবধি দেশে মোট টিকা পেয়েছেন ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 16 Jun 2021 08:34 PM (IST)

    বাংলায় ক্রমশ কমছে সংক্রমণের গ্রাফ, দৈনিক আক্রান্ত ৩ হাজারের সামান্য বেশি, মৃত ৬৯

    করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ এককথায় নিম্নমুখী। রাজ্যের মঙ্গলবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত নেমেছে সাড়ে ৩ হাজারেরও দোরগোড়ায়। মৃত্যুর সংখ্যা নেমেছে ৭০-এর নীচে। তবে স্বস্তি দিচ্ছে পজিটিভিটির কমতে থাকা হার। যা প্রায় ৫ শতাংশে নেমে এসেছে।

    সবিস্তারে পড়ুন: রাজ্যে পজিটিভিটির হার নামল ৫ শতাংশে, কমল দৈনিক মৃত্যু, রইল করোনার জেলাওয়াড়ি তথ্য…

  • 16 Jun 2021 02:26 PM (IST)

    করোনা টিকায় নেই মৃত্যু ভয়, আশ্বাস কেন্দ্রের

    দেশে মৃত্যু ০.০০০২ শতাংশ টিকা প্রাপকের, 'ভয় নেই' আশ্বাস কেন্দ্রের

    দেশে ভ্যাকসিন (COVID Vaccine) নিয়ে একাধিক গুজব ছড়াচ্ছে। তাই ভুলবশতও যেন মানুষের মনে বিভ্রান্তি না তৈরি হয়, তা নিশ্চিত করতে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত পরিসংখ্যান সকলের সামনে তুলে ধরেছে কেন্দ্র। যেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সাফ জানিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু হলেই তাকে টিকার ফলে মৃত্যু ধরে নেওয়া চলবে না। মৃত্যুর কারণ খতিয়ে দেখেই তাকে ভ্যাকসিনের প্রভাবে মৃত্যু বলে ধরা হবে। সেই মতো সরকারি প্যানেল আগেই জানিয়েছে, ভ্য়াকসিন নিয়ে দেশে এপর্যন্ত স্রেফ ১ জনের মৃত্যু হয়েছে।

    বিস্তারিত পড়ুন:  দেশে মৃত্যু ০.০০০২ শতাংশ টিকা প্রাপকের, ‘ভয় নেই’ আশ্বাস কেন্দ্রের

  • 16 Jun 2021 02:24 PM (IST)

    করোনা সংক্রমণে নয়া মাথাব্যাথ্য়া ‘লং কোভিড’, উদ্বেগের কারণ উপসর্গহীন রোগীরাই

    'লং কোভিডে' ভুগছেন উপসর্গহীন রোগীরা, ১ মাস বাদেও থাকছে মৃত্যুর সম্ভাবনা, দাবি গবেষণায়

    উপসর্গহীন করোনা রোগীদেরই ভোগান্তি বেশি, সম্প্রতি একটি গবেষণায় উঠে এল এমনই তথ্য। বিগত এক বছর ধরে চলা ওই গবেষণায় দেখা গিয়েছে, উপসর্গহীন করোনা রোগীদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের এক মাসেরও বেশি সময় ধরে করোনা সংক্রান্ত নানা অসুস্থতা থাকে।

    বিস্তারিত পড়ুন: ‘লং কোভিডে’ ভুগছেন উপসর্গহীন রোগীরা, ১ মাস বাদেও থাকছে মৃত্যুর সম্ভাবনা, দাবি গবেষণায়

  • 16 Jun 2021 10:29 AM (IST)

    চণ্ডীগঢ়ে কমল নৈশ কার্ফুর মেয়াদ

    করোনা আক্রান্তের সংখ্যা কমতেই নৈশ কার্ফুর মেয়াদেও কিছুটা ছাড় দেওয়া হল। আগে রাত ১০টা থেকে নৈশ কার্ফু থাকলেও এ বার থেকে তা রাত সাড়ে ১০টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে।

  • 16 Jun 2021 10:23 AM (IST)

    সংক্রমণ কমতেই চারধাম যাত্রা শুরুর ইঙ্গিত, জুলাইয়েই শেষ করতে হবে প্রস্তুতি

    করোনা সংক্রমণ কমতেই চারধাম যাত্রার প্রস্তুতি শুরু করে দিল উত্তরাখণ্ড সরকার। রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল জানান, চারধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডকে আগামী ১ জুলাইয়ের মধ্যে যাত্রার প্রস্তুতি সারতে বলা হয়েছে। নৈনিতাল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাত্রার সমস্ত প্রস্তুতি নেওয়া হবে।

  • 16 Jun 2021 10:18 AM (IST)

    ব্রিটেন আনলকে অপেক্ষা আরও এক মাস, দুই-তৃতীয়াংশের সম্পূর্ণ টিকাকরণের পরিকল্পনা

    'ডেল্টা'র দাপটে পিছিয়ে গেল আনলক প্রক্রিয়া, সুযোগকে কাজে লাগাবেন প্রধানমন্ত্রী বরিস

    আশঙ্কাই সত্যি হল, ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে একমাসের জন্য পিছিয়ে গেল আনলকের পরিকল্পনা। সঠিক পরিকল্পনা অনুসরণ না করলে হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে, এই আশঙ্কায় সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আনলকের পরিকল্পনা এক মাস পিছিয়ে দিলেন।

    বিস্তারিত পড়ুন: ‘ডেল্টা’র দাপটে পিছিয়ে গেল আনলক প্রক্রিয়া, সুযোগকে কাজে লাগাবেন প্রধানমন্ত্রী বরিস

  • 16 Jun 2021 10:08 AM (IST)

    সুস্থতার হার ৯৫.৮০ শতাংশে, দৈনিক আক্রান্তের হার ৩.২২ শতাংশ

    দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্থতার হার ৯৫.৮০ শতাংশ। অন্যদিকে দৈনিক আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৩.২২ শতাংশে, সাপ্তাহিক আক্রান্তের হারও ৫ শতাংশের নীচে। চলতি সপ্তাহে আক্রান্তের হার ৪.১৭ শতাংশ।

  • 16 Jun 2021 10:02 AM (IST)

    আনলক শুরু হতেই ফের অসতর্ক দিল্লিবাসী, ‘করোনা বিস্ফোরণে’র আশঙ্কা গবেষকদের

    উপচে পড়া ভিড় শপিং মল-পাতালরেলে, 'করোনা বিস্ফোরণে'র আশঙ্কায় দিল্লির বিশেষজ্ঞরা

    অথৈ জলে হাজারো সতর্কবাণী, আনলক পর্ব শুরু হতেই রাজধানীতে দেখা গেল উপচে পড়া ভিড়। মেট্রো থেকে শপিং মল- সামাজিক দূরত্বের বালাই ছিল না কোথাও। এতেই অশনী সংকেত দেখছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা, সাধারণ মানুষের অসচেতনতার কারণেই ফের করোনা সংক্রমণের বিস্ফোরণ ঘটতে পারে।

    বিস্তারিত পড়ুন: উপচে পড়া ভিড় শপিং মল-পাতালরেলে, ‘করোনা বিস্ফোরণে’র আশঙ্কায় দিল্লির বিশেষজ্ঞরা

Published On - Jun 16,2021 9:59 AM

Follow Us: