Gurugram: কাজের খোঁজে দিল্লিতে গিয়ে গণধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের যুবতী

২৪ বছরের ওই যুবতীর অভিযোগ, পাঁচ ব্যক্তি তাঁকে একাধিক বার গণধর্ষণ করেছে। গুরুগ্রাম এলাকায় তাঁকে আটকে রেখে লাগাতার যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকি অভিযুক্তরা তাঁকে দেহব্যবসায় নামানোর পরিকল্পনা করেছিল বলে অভিযোগ ওই তরুণীর।

Gurugram: কাজের খোঁজে দিল্লিতে গিয়ে গণধর্ষণের শিকার পশ্চিমবঙ্গের যুবতী
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 4:22 PM

গুরুগ্রাম: কাজের খোঁজে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবতী। কাজের খোঁজ গিয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছে ওই যুবতীকে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী। ২৪ বছরের ওই যুবতীর অভিযোগ, পাঁচ ব্যক্তি তাঁকে একাধিক বার গণধর্ষণ করেছে। গুরুগ্রাম এলাকায় তাঁকে আটকে রেখে লাগাতার যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকি অভিযুক্তরা তাঁকে দেহব্যবসায় নামানোর পরিকল্পনা করেছিল বলে অভিযোগ ওই তরুণীর। ঘটনা নিয়ে শনিবার মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রাজধানীতে গণধর্ষিতা হওয়া ওই যুবতীর পশ্চিমবঙ্গের বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে এক জনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল বছর খানের আগে। সে সময় অভিযুক্ত তাঁকে গুরুগ্রামে আসতে বলেন। সেখানে যুবতীর কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পর তাঁর উপর যৌন নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। যুবতীর অভিযোগ পাঁচ ব্যক্তি মিলে তাঁকে গণধর্ষণ করত। একাধিক বার তার উপর নির্যাতন চালিয়েছে পাঁচ অভিযুক্ত। দেহ ব্যবসায় নামানোও হয়েছিল। খদ্দেরের সঙ্গে যৌনতা করে বাধ্য করা হত বলে অভিযোগ যুবতীর। ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও তাঁকে দেওয়া হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী।

দীর্ঘদিন অত্যাচারের পর গুরুগ্রামের সেক্টর ২৯ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৩৭০এ এবং ৩৪২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। নীতিশ আগরওয়াল নামের এক পুলিশ অফিসার বলেছেন, “অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদেরও খোঁজ করা হচ্ছে।” ওই পুলিশ অফিসার জানিয়েছেন, নির্যাতিতা একাধিক বার বয়ান বদল করেছেন। তাঁর বক্তব্যের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ওই পুলিশ অফিসার।