শেষ তিন দফার ভোট একসঙ্গে সম্ভব নয় কেন? ডেরেককে চিঠি দিয়ে জানাল কমিশন

কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এমনটা কোনওভাবেই সম্ভব না। এ বার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে চিঠি লিখে কমিশন জানাল, কেন এমনটা সম্ভব হচ্ছে না।

শেষ তিন দফার ভোট একসঙ্গে সম্ভব নয় কেন? ডেরেককে চিঠি দিয়ে জানাল কমিশন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 8:06 PM

নয়া দিল্লি: অতিমারির দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শেষ তিন দফার নির্বাচন একত্রে করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের যুক্তি ছিল, একেবারে ভোট মিটে গেলে সংক্রমণের হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। যদিও কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এমনটা কোনওভাবেই সম্ভব না। এ বার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে চিঠি লিখে কমিশন জানাল, কেন এমনটা সম্ভব হচ্ছে না। কারণ, কমিশনের দুয়ারে তৃণমূলের দাবি নিয়ে হাজির হয়েছিলেন ডেরেকই।

নির্বাচন কমিশনের দাবি, ‘বিধিবদ্ধ কারণে’ তিন শেষ তিন দফার নির্বাচন একসঙ্গে আয়োজন করা সম্ভব নয়। কমিশনের তরফে পাঠানো পালটা চিঠিতে লেখা হয়েছে, কমিশনের এমন কিছু বিধিবদ্ধ কারণ রয়েছে যার জন্য শেষ তিন দফার নির্বাচন একসঙ্গে করা যাবে না। একই সঙ্গে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কমিশনের পক্ষ থেকে কী কী ধরনের পদক্ষেপ করা হয়েছে তাও সেই চিঠিতে লেখা হয়। যদিও তিন দফার নির্বাচন যে একসঙ্গে করা সম্ভব নয়, সেটাও ফের একবার সাফ করে দিয়েছে কমিশন।

আরও পড়ুন: কোভিড সামলাতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য, অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছেন মোদী: শমীক

প্রসঙ্গত, এর আগেও অবশ্য কমিশন সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছিল কেন বাংলায় শেষ তিন দফার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। কমিশনের তরফে জানানো হয়, শেষ তিন দফা ভোট একসঙ্গে করাতে গেলে আরও কমপক্ষে ১৫০০ কোম্পানি বাহিনী লাগবে। বর্তমানে রাজ্যে রয়েছে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে নিরাপত্তার কারণেই এক দফায় ভোট করা সম্ভব নয় বলে আগে জানিয়েছিল কমিশন। এ বার জানানো হল, বিধিবদ্ধ কারণে সেটা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: ‘এটা কি ব্যবসা করার সময়?’ ভ্যাকসিনের দামের ফারাকে ক্ষুব্ধ মমতা, চিঠি দেবেন মোদীকে